নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী ।

উল্লাস সাইমুন

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী

উল্লাস সাইমুন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা মেসেজ বক্সেই

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৯

ছেলেটি মেয়ের মেসেজ বক্সে মেসেজ টা লিখে আর মুছে ফেলল।

একই কাজ দুই তিনবার করল।

তারপর হঠাৎ ভাবলো, কেন? সেই কেন মেসেজ দিবে? মেয়েটিও তো তাকে দিতে পারতো?


দুই মাসের চেনা ফেসবুকে পরিচয়ের পর একদিন এমনটাই ত্র মনে হয়?

তাহলে কি শুধু সেই মেয়ের উপর দূর্বল? মেয়েটি নয়?

নয় হলেই বা কেন নয়?

একদিন যায়, দুই দিন যায়, তিনদিন যায় কিছুই হয়না।

ঐদিকে মেয়েটির ভাবনাও এক। কেন ছেলেটি তাকে মেসেজ দিচ্ছে না? তাহলে কি সেই ছেলেটে তাকে এড়িয়ে চলছে?

এখানে দুইজনের ক্ষেত্রেই ইগো জিনিসটা অনেক বেশি কাজ করছে।

এই ইগোর জন্য আজ আমাদের অনেকের লাইফেই অনেক রকম সমস্যা

নিজের এই ইগো দূর করতে পারলে জীবনে অনেক দুঃখের থেকে মুক্তি পাওয়া যাবে ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.