নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উমার

উমার › বিস্তারিত পোস্টঃ

সোনাগাজীর কি আর কোনো কাজ নেই? উনি এতো এগ্রেসিভ কেনো?

২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৪১

আমি ভিজিটর হিসেবে মাঝে মাঝে ব্লগে আসি। ব্লগে আসি মনটা একটু ফ্রেশ করতে। এসেই আউলা ঝাউলা ক্যাচাল দেখে মাথা গরম হতে শুরু করলে, আবার ফেরত যাই। এগুলো ভালো লাগে না। ব্লগে সম্ভবত সবচেয়ে ক্যাচাল ব্লগারের নাম সোনাগাজী। ওনার একটা পোস্টও দেখেছিলাম, উনাকে কেন কমেন্ট সেকশনে ব্লক করে রাখা হয়েছে। দ্বিমত থাকতেই পারে, সেটাতো সফট ভাবেও বলা যায়। এতো এগ্রেসিভ কেনো ভাই? অনেকে হয়তো ব্লগে নিরাপদ থাকার জন্য উনাকে ঘাটতে চান না। আমার তো ব্লগ থেকে কিছু হারানোর ভয় নাই। তাই ভাবলাম আমিই প্রতিবাদ করি। ব্লগটা ধীরে ধীরে ফেসবুক হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে হয়তো গালাগালি দেখতে হবে। সোনাগাজী এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। ব্লগে সোনাগাজীর অভাব নাই। তবে মাথায় প্রথম নাম এটাই এসেছে।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১১:০৩

সোনাগাজী বলেছেন:



সোনাগাজীর ১টা কাজ দেখেন, আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ১১টি
মন্তব্য করেছি: ৫২টি
মন্তব্য পেয়েছি: ৩০টি
ব্লগ লিখেছি: ৯ বছর ৩ মাস
অনুসরণ করছি: ০ জন

২| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১১:০৫

সোনাগাজী বলেছেন:


কোন লেখা এগ্রেসিভ, কোনটা সফট, সেটা বুঝার জন্য আপনাকে ২০০ বছর ব্লগিং করতে হবে।

২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৫২

উমার বলেছেন: আপনার ব্লগিং

পোস্ট করেছি: ২৩৩টি
মন্তব্য করেছি: ৮৩৯৮টি
মন্তব্য পেয়েছি: ৮৭৯২টি
ব্লগ লিখেছি: ৯ মাস ২ সপ্তাহ
অনুসরণ করছি: ৩ জন
অনুসরণ করছে: ৪০ জন

Statistics
Per Day Post: 0.82
Per Day Comment: 29.57
ভাই ক্লান্ত লাগে না।
কিভাবে পারেন ভাই?
আমার হাতে আপনার মত এত সময় নেই। আর আপনাকে বোঝার জন্য ২০০ বছর ব্লগিং করার তো একদমই সময় নেই।

৩| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ...আমার হাতে আপনার মত এত সময় নেই। আর আপনাকে বোঝার জন্য ২০০ বছর ব্লগিং করার তো একদমই সময় নেই। "

-বুঝা যাচ্ছে, আপনার হাতে সময় নেই; মগজের কি খবর, উহা আছে তো?

৪| ২৫ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:২১

শেরজা তপন বলেছেন: এইটাও একটা তিক্তকর- মজার ব্যাপার! নিয়মিত ব্লগিং করলে নিম-তিতা উচ্ছেভাজিও স্বাদ লাগত!
আপনি সময়ের অভাবে পারছেন না- কিংবা নিয়মিত হতে চাচ্ছেন না সেটা আপনার ব্যক্তিগত কিন্তু ভাল না লাগলে তাকে এড়িয়ে গেলেই সমস্যার সমাধান।
তিনি অবসরে আছেন বলেই এত সময় ব্লগে দিতে পারেন- সেটা তিনি নিজেই স্বীকার করেছেন।

৫| ২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৭

কাঁউটাল বলেছেন: উনার ওল চুলকানি রোগ আসে, যখন চুলকানি ওঠে তখন এ্যগ্রেসিভ আচরণ করে। উনাকে মলম কিনে দিতে হবে।

৬| ২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: হা হা হা---
ভাইসাহেব আপনি দুর্বল মাল্টি নিক নিয়ে এসেছেন।
আপনাকে দশে শূণ্য দেওয়া হলো।

৭| ২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:



ব্লগে অনেক সোনাগাজী নেই, ১ জনই আছেন; এই ১ জনের কথাই আপনার মনে থাকবে আজীবন।

৮| ২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩২

অনল চৌধুরী বলেছেন: সোনাগজী তো তাও পড়াশোনা করে লেখেন।
কিন্ত অনেকে আছে, জীবনে একটা পত্রিকা বা বই না পড়ে , যুক্তি-তর্ক না শিখে বস্তিাবাসীদের মতো আচরণ করেও নিজেদের ব্লগার দাবী করে।
অনেকে আবার নিজেকে ডিগ্রি ছাড়া ডা: কদম আলী দাবী করে অন্যদের শারীরিক-মানসিকতার চূড়ান্ত সনদ দেয়।
ঠিক যেভাবে পাগলা গারদের পাগলরা তাদের দেখতে যাওয়া সুস্থ মানসিকতার লোকদের পাগল বলে হাসাহাসি করে। দায়ী কে
ব্যার্থতার আাগুনে জ্বলে পাগ লহওয়া এইসব বদ্ধ উন্মাদদের বিরুদ্ধে একটা লেখা দেন।

৯| ২৬ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১

উমার বলেছেন: ৩৯. ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৯০

জুন বলেছেন: অনেক অনেক খারাপ লাগছে সংবাদটা দেখার পর। অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন নুরু ভাই। আমি তার অনেক পোস্টে এমনকি বিশিষ্ট লেখকদের জন্ম বার্ষিকী মৃত্যু বার্ষিকী পোস্টেও প্রায় নিয়মিতই মন্তব্য করতাম।

ঢাবিয়ানের সাথে সম্পুর্ন সহমত। শেষের দিকে তার সাথে যে ধরনের আচরণ হয়েছে তা আমাদের মত শিক্ষিত লোকদের কাছ থেকে তা কোনভাবেই কাম্য নয়। অযাচিত আক্রমণ, ছোট করা, চুড়ান্ত রকম অপমান করা যেন ব্লগে স্বাভাবিক একটা ব্যাপারে দাঁড়িয়েছে যা আমি অনেক মন্তব্যে বলেছি। এই সব কারনে ব্লগে আসতে আমার বিন্দুমাত্র ইচ্ছা করে না, অবশ্য আমার আসা না আসায় কারো কিছু যায় আসে না এটা আমি জানি।
নুরু ভাই আপনি অনেক ধার্মিক ছিলেন, পরকালেও আপনি ভালো থাকবেন। আশাকরি আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে বেহেশত নসীব করবেন। আমি যদি অজান্তে আপনাকে কখনো দুঃখ দিয়ে থাকি তো আমাকে মাফ করে দেবেন।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

কেকিমন্তব্যকর্লেন্তাদেখতেএলাম বলেছেন: উনি মন্তব্য গুণে আর করে পয়সা পান তো, তাই সারাক্ষণ ব্লগে পড়ে থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.