নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ
আচমকা গোটা দুনিয়াটা বদলে গেল। প্যারিস আর রোম্যান্টিক নয়, মৃত্যুগন্ধী। আমেরিকা ঈশ্বরের মতো শক্তিধর নয়। চীনের প্রাচীর কি কিছু আটকাতে পারে, না আটকাতে চায় ?! মানুষের মানুষকে জড়িয়ে ধরা বারণ। চুমু নিষিদ্ধ। প্রাণের মানুষের থেকে দূরে থাকাটাই নাকি প্রকৃত ভালোবাসা।
মানুষ রাতারাতি টের পেয়েছে, ক্ষমতা রূপ যৌবন অর্থ এসবই ভীষণ অকর্মণ্য। তাকে প্রাণে বাঁচিয়ে রাখার বিন্দুমাত্র শক্তি এদের কারও নেই। অথচ দেখ, মানুষ নামের সবথেকে শক্তিধর প্রাণীটিকে মৃত্যুভয় দেখিয়ে খাঁচায় ভরে দিয়ে বাকি দুনিয়া দিব্বি প্রাণোচ্ছল। কারও কিচ্ছুটি যায় আসেনি। প্রকৃতি আগের থেকে আরও সুন্দর। অনাবিল। অমলিন। কোথাও কোনও বে-সুর নেই।
আসলে, মূর্খ মানুষকে কোরোনার হাতে ঈশ্বর একটি চিঠি পাঠালেন, "ওহে শ্রেষ্ঠ জীব, এই পৃথিবীর নকশায় তুমি অচ্ছুৎ, ভীষণরকম অপ্রয়োজনীয় হয়ে উঠেছ। তাকিয়ে দেখ, বোঝো, তোমার খবরদারি ছাড়া গাছপালা পশুপাখি নদীনালা আলো বাতাস আকাশ সবাই খুব ভালো আছে। আরও অমলিন, নিশ্চিন্ত, দেদার খুশি।
তাই বেঁচে উঠে মাথা নত করে ফিরো। দৃষ্টিতে যেন বিনয় থাকে। জিভে কৃতজ্ঞতা। মগজে একটা কথা ভালো করে গেঁথে নাও রে মানুষ, তুমি পৃথিবীর প্রভু নও, কেবল অতিথি। আকাট, অকৃতজ্ঞ জীব কোথাকার, এরপর থেকে আচরণ তেমনই কোরো।"
তথাকথিত যে শিক্ষা !!! যার বিনিময়ে, ভাগাভাগি, হত্যা, রাহাজানি, অবিচার, করে মনগড়া ধর্মের বেড়াজালে গোলোক ধাদায় ঘুরছিলে, অহংকারে স্বদর্ভে ঘোষণা করে বলেছিলে...... তুমি...মানুষ !!! নাকি একমাত্র শ্রেষ্ঠ জীব !!! প্রকৃতি ★ করোনা ★ নামক এক থাপ্পড় মেরে মনেহয় বুঝিয়ে দিল..... এবং বলছে......ওহে মানুষ তুমি শ্রেষ্ঠ জীব নও, তুমি পশুর ও অধমে পরিনত হয়েছ। তাই, এখনো সময় আছে, পারলে এই প্রকৃতি থেকে শিক্ষা নাও, আল্লা, গড, ভগবান, পরে হবে, মঠ, মসজিদ, গির্জা, আশ্রম, ও সব পরে বানিও। আগে এই প্রকৃতি থেকে পাঠ নাও। প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হও।
প্রকৃতি ? সেটা কি ? আলো, জল, মাটি, বাতাস, ফাঁকা.... মহাকাশ ।
যাকে সংস্কৃতে বলে, ক্ষিতি, অব, তেজ, মরুৎ, বোম। যাকে এক কথায় বলে পঞ্চভুত ।
তুমি এসেছিলে..... এই পঞ্চভুত কে আশ্রয় করে, আবার যাবেও তুমি এই পঞ্চভুতে বিলীন হয়ে । পঞ্চভুতেই সৃষ্টি, আর পঞ্চভুতেই বিলীন।তাই মানুষ, তোমার এত অহংকার মানায় না। বরং, তোমার ধর্ম মানবিকতা। সপ্রেম, সহবস্থান, তোমার নীতি, তোমার আদর্শ। এখনো সময় আছে বলে আমি মনে করি, নিজেদের কে শুধরে নেওয়ার। তাই, আজ থেকেই, প্রকৃতির পাঠ নেওয়া শুরু কর।
জলের ধর্ম পালন কর।
মাটির ধর্ম পালন কর ।
আলোর ধর্ম পালন কর।
বাতাসের ধর্ম পালন কর।
সব শেষে, ফাঁকা, শুন্য, মহাকাশের ধর্ম পালন কর।
আমি শ্রেনীহীন গোত্র বিহিন মানুষের প্রতিনিধি, আমি পঞ্চভুতের সন্তান।
আলো, জল, মাটি, বাতাসের শরীক, আমি....আমার ভগবান।
২| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৭
বিজন রয় বলেছেন: কোরোনা জানিয়ে গেল, মানুষের আর প্রয়োজন নেই। মানুষ খাঁচায় থাকলেই, বাকি দুনিয়া খুশি... একদম সঠিক।
আপনার এই লেখাটিও সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: তুমি পৃথিবীর প্রভু নও, কেবল অতিথি - ঠিক কথা!