নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ
পার্কেতে শিশু নেই
দোলনায় দোলা নেই
ট্রেন নেই বাস নেই
মাইকের গান নেই
হোটেলেতে খাওয়া নেই
কারো বাড়ি যাওয়া নেই
আড্ডার বোল নেই
মোগলাই রোল নেই
স্কুলে গিয়ে পড়া নেই
কারো প্রেমে পড়া নেই
দেরি করে ফেরা নেই
ভালো শাড়ি পরা নেই
ঘোরাঘুরি করা নেই
মাদলের বোল নেই
ফুটবলে গোল নেই
বিরাটের ছয় নেই
পশুদের ভয় নেই
আত্মীয় দেখা নেই
ফোন ছাড়া কথা নেই
রান্নার ধুম্ নেই
শান্তিতে ঘুম নেই
সকালে আজান নেই
ইরফান খান নেই
মন্দিরে ভীড় নেই
লোকের চাকরি নেই
হাসপাতালে বেড নেই
মরে গেলে বডি নেই
মুখ খুলে চলা নেই
করোনার টলা নেই....
_*বলো তবে আছে কি ?*_
পাঁচটায় ওঠা আছে,
ছাদে উঠে ঘোরা আছে।
ওঠা বসা করা আছে,
কপাল ভাতিও আছে।
তার সাথে ঘামা আছে,
পরে জামা কাচা আছে।
দাড়ি গোঁফ চাঁচা আছে,
ঘরে ঝাঁটা দেওয়া আছে।
লেবু জল খাওয়া আছে,
বাসনমাজাও আছে।
মাসীর কামাই আছে,
বাজারেতে যাওয়া আছে।
কাঁচা আম খোঁজা আছে,
বিবির বকুনি আছে।
কি যে করি ভাব আছে,
সময়েতে খাওয়া আছে।
দিবা নিশি ঘুম আছে,
রাতভর জাগা আছে।
কনষ্টিপেশন আছে,
তার দুশ্চিন্তাও আছে।
হাঁটুতে যে ব্যথা আছে,
শরীরে জড়তা আছে।
করোনার ভয় আছে,
সাবধানে থাকা আছে।
মোবাইল ঘাটা আছে।
সোস্যাল মিডিয়া আছে,
বড় হাই তোলা আছে,
তর্ক বিতর্ক আছে।
সব শেষে বলি জেনো,
জীবনের আশা আছে....
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৭
গেঁয়ো ভূত বলেছেন: এই বেশ ভাল আছি
এই বেশ ভাল আছি। এই বেশ ভাল আছি।
এই বেশ ভাল আছি, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই,
অফিস কাছারি নেই, হাজিরা কামাই নেই,
শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই,
সময় দেই না বলে তেলে বেগুণ জ্বলে গিন্নীর রাগ নেই,
টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই,
এক-চার-চার ধারা, ফুটপাথে থাকে যারা, কেউ কোথ্ থাও নেই,
নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই–
দু নয়নে ভয় আছে, মনে সংশয় আছে,
ঐ ধর্মের বাঘ হেসে, আবার উঠোনে এসে,
আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে।
তাই, ভয় আছে
দু নয়নে ভয় আছে, মনে সংশয় আছে।
ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ,
ভাঙা কাঁচ, ভাঙা মন যায় না,
রাম আছে, শ্যাম আছে, কোরাণী সেলাম আছে,
রক্তলোলুপ কিছু হয় না।
এদেশ টা ফাঁকা আছে, বিদেশের টাকা আছে,
ধর্ম না গ্রাস করে আমাদের পাছে ।
-নচিকেতা