![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
ফাগুনের এই আগুনঝরা বেলায়
ফুলের বনে আকুল প্রাণে
মৌ-পিয়াসে মৌমাছিরা
ব্যস্ত সময় কাটায়।
ফুলকলিরা বিভোর প্রেমে
ভালবাসায় নেইকো থেমে
হৃদয় মেলে সুবাস ঢেলে
বুকের মধু বিলায়।
২.
ধান খায় চাল খায়
দুষ্টু ঘুঘু
লুকাতে পারি নাকো
খুদ-কুড়া টুকু
সবকিছু খেয়ে গেল
দুষ্টু ঘুঘু।
৩.
ঘুঘু থাকে তালে তালে
আমি মরি লাজে
বাঁচি কিবা মরি তার
কী আসে যায় তাতে।
৪.
আগুনে আগুনে পুড়ে
দেহ হলো ছাই
পথের দিকে চাইয়া থাকি
যদি তারে পাই।
৫.কলংকের কালিমা গায়
আমার যত জ্বালা
আর যাতনা সয়না প্রাণে
কোথায় রে তুই কালা।
©somewhere in net ltd.