নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক দিন হয়ত চলে যাব দূরে বহু দূরে ;
প্রেম দ্রোহ আর বিরহ থেকে চিরমুক্তি ...
মুক্তি চির অভিশাপ ,চির পাপ পুণ্য আর
সামাজিক অপবাদ ,অভিশংসন -অনাচার থেকে
হয়ত বলবেনা তুমি ডেকে ভালবাসি আজও
হয়ত আমিও বলিনি তোমায় কোনদিন ,
ভালবাসতাম;
ভালবাসা ছিলনা কখনো কোন কালে আমাতে!
আজ যে ছিন্ন বাঁধন ,তা কোনদিন
হয়তো বাঁধন ই ছিল না ,শুধু তোমার মতিভ্রম ;
অথবা কিছু তন্দ্রাচ্ছন্ন দুঃস্বপ্ন । যা তুই,তুমি কিংবা আপনিতে
আটকে থাকা কিছু অগোছালো বাক্যালাপ ......
শুধু দুঃস্বপ্নের কাড়াকাড়ি আর হিংস্র থাবায়
ক্ষতবিক্ষত পেলব হৃদয় ভাঙ্গার গান...
আনমনে তোমাকে পাবার মৃদু আখাঙ্খা'যা কিনা -
ডুকরে ওঠে ,কণ্ঠ বেয়ে ঠোঁটে ,যেখানে তোমার চুম্বন থাকার কথা ছিল
কোন এক দিন হয়তো চলে যাব দুরে্্,আরও দূরে
যেখানে ক্ষমতা লোভী রাজা নেই......
নেই দুষ্টু প্রসাশন,আর নির্লজ্জ কোটা সন্ত্রাস ,
নেই বেকারত্তের যন্ত্রনা ,নেই তোমাকে হারানোর ভয়,একটি কাজের অভাবে
হয়তো তেপান্তরের মাঠ পেরিয়ে ্,যেখানে অনুশাসন নেই
নেই নিয়মের বিন্যস্ত জাল
নেই মিথ্যা আর ভণ্ডদের ধর্মের বাড়াবাড়ি ।
স্বর্গ নরকের হিসেব নিকেশ ...হয়তো তারও দূরে ;
দূরে যাবার এই মিছিলে আসতে পার তুমিও ,তোমরাও
যাদের আর কিছু দেবার নেই ,পাবার ও নেই্,পাবার কথা ছিল...
সেই দুঃস্বপ্নের কথা ভুলে যোগ দিতে পার্... ওরা পিছু ডাকবে না
ওরা এমনিতেই পরিপূর্ণ ।
নিঃস্ব রিক্ত শুধু আমি ,তুমি অথবা আমরা
যারা ঘৃণায় থু থু ফেলতেও ভয় পাই ,
নয়ত সংশয়ে মাথা কুটি ,এই মাটি আমার নয়
আমি অধিকারহীন নগণ্য নাগরিক ............?
©somewhere in net ltd.