নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা ও কিছু নাগরিক প্রশ্ন

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

ঘুম ভেঙ্গে জেগে উঠতেই প্রশ্নটা উঁকি দিল ;

তার অবশ্য ব্যকরন সম্মত কারন আছে -

আমি কি স্বাধীন ? যখন আমাকে ঘুম থেকে

ডেকে তোলার নামে ঘুমের বিঘ্ন ঘটায় ,

আমার স্বৈরচারী রুমমেট



রাতে ঘুম ভাল হয়েছে তারপর ও কিছু দুঃস্বপ্ন তো

নিত্য রাতের সঙ্গী ।

আজ স্বাধীনতার তেতাল্লিশ বছর পর ও

যে সব দুঃস্বপ্ন দেখি তা আবার ঘটা করে

বলবার কি আছে ?



স্বাধীনতা আর চেতনা এখন ডালভাত

কোন কোন .......জীবী দের কাছে

তাই তারা পতাকা আর গানের রেকর্ড

করতে করে বাড়াবাড়ি । যেখানে আজও

ফুটপাতে টোকাই আর কুকুরের খাবার নিয়ে

নিত্য মারামারি



স্বাধীনতার গল্পটা আরও ভারি হয় -

আমাদের উন্নত গোয়াল বা আস্তাবলে ,

যখন আমরা স্বাধীনভাবে খিস্তি করতে পারি

স্বাধীনতা আছে বলে ,আর উল্টো পিঠে

মুখে কাল কাপড় খিস্তি করার লাইসেন্সে

না পেলে.........



জাদুকরের অদৃশ্য অঙ্গুলি হেলনে আজ

জলজ্যান্ত আস্ত আদম অদৃশ্য হয়

কেউ কেউ অবশ্য বলে গুম ,

বাকস্বাধীনতা আছে তাই তারা বলতেই পারে

তাতে রাষ্ট্র যন্ত্রের কি এসে যায় ?



কিশোরী ধর্ষণের সাজা ২ হাজার টাকা জরিমানা

রাজার কোনও কোনও সান্ত্রী বলে তার দায় ওই কিশোরীর

কারন এখানেও আছে স্বাধীনতা।

তাহলে কিশোরীর বাইরে যাবার স্বাধীনতা নাই?



তেতাল্লিশ বছরে প্রশ্ন তো মাত্র তেতাল্লিশ টা নয়

কে দেবে এত প্রশ্নের জবাব ?

আর আমার এত প্রশ্ন করার স্বাধীনতা কে দিল



এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন ????????????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.