নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বা ধী ন তা, আজো চিৎকার করে ওঠে বুভুক্ষু বালকের দল
ভোরের কুয়াশা সরিয়ে শীতের চাদর জড়িয়ে আসে রক্তিম সকাল -
লাখো লাখো জনতা ছুটে চলে ঐ শহীদ বেদী পানে
মনে মুক্তির স্বাদ চোখে বিজয়ের জল আনে ।
শ্রদ্ধা জানায় ছোট্ট শিশুও মহান শহীদ তরে -
দেশ গড়ার প্রত্যয় মনে শিশির স্নিগ্ধ ভোঁরে ;
লাল সবুজ পতাকা যখন পতপত করে ওড়ে
ওঠে আলোড়ন মুক্তিযোদ্ধার কোমল হৃদয় জুড়ে !
দুঃখ দৈন্য ভুলে গিয়ে সব বিজয় মিছিল করে
গড়বে দেশ কাঁপবে বিশ্ব স্বাধীন বাঙলা জ্বরে ।
শোষণ ,শাসন ,বঞ্চনা ভুলে করি আজ দীপ্ত শপথ
সুন্দর দেশ গড়ার কাজে দেখাবো আলোর পথ ।
©somewhere in net ltd.