নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের মাঝে নিঃশব্দ খুঁজি ,
নিসর্গ আর প্রকৃতি হাতড়ে বেড়াই
আজ এক অদৃশ্য দেয়াল আমাকে বেষ্টন করে রেখেছে !
ইট কাঠ সিমেন্টের জঙ্গলে ;
আজ আমি একাকি হাঁটি ।
ঘুম ভাঙ্গে অস্থিরতায়,কোলাহলে ...
ধুলিমাখা জ্যামের নগরীতে
তোমাকে ভীষণ অনুভব করি
কপটতাহীন প্রকৃতি
এ আমার স্থান নয় অথবা-
আমি নই এই স্থানের ,হয়ত
যেখানে তুমি নেই,সেখানে আজ আমি একা
সত্যি বড় অদ্ভুত লাগে...
একাকিত্ত কি আমার পাওনা ছিল ?
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮
নিলু বলেছেন: আসলেই তাই ,