নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি এই শীতে আমি মরে যাই;
তবে জেনে রেখ - জন্ম নিব আগামী শীতেই
হিমেল হাওয়া হয়ে কাপন ধরাতে -
হৃদয়ে তোমার ।
কাশ্মীরি শালেও তাড়াতে পারবেনা আমায়
আমি ঠিকই আসব ছুঁতে তোমায়
অথবা বসন্ত বাতাস হয়ে দোলা দিতে ,
বুনো ফুলের গন্ধে মাতাতে তোমায়
হয়ত গভির রাতে শিরীষ বনের ভিতর দিয়ে
বয়ে যাব -তোমার ই অজান্তে,
নয়ত কালবৈশাখীর ঝড় হয়ে ফিরে এসে
চূর্ণ বিচূর্ণ করতে তোমার হৃদয় !
বৈশাখী তাণ্ডব দেখবে তুমি -
আমার অশরীরী আত্মায় ।
যদি বয়ে যায় লূ -হাওয়া
ধরে নিয়ো সেখানেও আমি আছি ......
যেখানে তোমার প্রাণ ওষ্ঠাগত ,
সেখানেও আমার উপস্থিতি ,স্পর্শ
............যদি এই শীতে আমি মরে যাই ,
জন্ম নিব আগামী শীতে নিশ্চয়ই ??????
©somewhere in net ltd.