নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

শেষ বিকেলের আলো

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১১

আজ বিকেলের আকাশটাকে জানলা খুলে দেখেছো কি ?
কালো মেঘে ঢাকা আকাশ ,ঠিক যেন কৃষ্ণ কালো -
তার চে বড় সত্যি হল; যখন আমি কালো দেখি ,
ঠিক ফিরে পাই শেষ বিকেলে তোমার কালো ডাগর আঁখি

চার তলার ওই জানলা দিয়ে পাশের বাসার ছাঁদটা দেখি
ঝুলে পড়া সবুজ লতায় বেলি ফুলে মাখা মাখি ।
ঠিক মিলে যায় সেই সেদিনের তোমার খোঁপায়
শঙ্খ সাদা বেলির মালায় তোমার লজ্জামাখা হাসি।

হঠাৎ ঝড়ে জানালা কেঁপে উঠলে ভাবি;
একটু বুঝি উঠলো কেঁপে বুকটা তোমার
ভয় মেশানো ডাগর চোখে মিষ্টি নেশা -
রবি বাবুর কৃষ্ণকলি ,আমার প্রথম রাই কিশোরী

সেই সেদিনের ঝড়ের রাতের আম কুড়ানোর ক্ষণটি এলো ;
ফিরে আসে মনের সকল ভাবনা নেহাত এলোমেলো
আজকে আমি অনেক দূরে এই বিকেলে তোমায় ভাবি
কালো মেঘে সন্ধ্যা নামে সবটা যেন ঝাপসা ছবি

জল ভরে ্যায় ঝাপসা দুটি চোখের কোণে
ঠিক ফিরে যাই বাড়ীর পাশের হিজল বনে
এমন দিনে হারিয়ে গেছি ক্ষীণ আলোয়
বৃষ্টি ভেজা পথের নেশায় সন্ধ্যা কালোয় ;

হঠাৎ যখন বজ্রপাতের ধ্বনি শুনি
ক্ষণিক ভ্রমের ঘুড়ির সুতো টেনে আনি
আজ বিকেলের আঁধার কালো বেশ সেকেলে
শেষ বিকেলের সেই মেয়েটি কোথায় যেন গেলো !!!

পালিয়ে .............................................।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.