নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি সব ফিরে পেতে চাও দিয়ে দিব
বিনা বাক্য ব্যয়ে
হাজারো প্রেমপত্র, দুই একটি রক্তে লিখা
আরও কিছু উপহার যা দিয়েছিলে ভালবেসে ।।
কিছু বৃষ্টি ভেজা দিন ,আর ......
কিছু বিষণ্ণ প্রহর ! যা তোমার সাহচর্যে
মধুর হয়ে উঠেছিলো
কয়েকটি পড়ন্ত বিকেল
ফিরিয়ে দিতে পারবনা সন্ধ্যাগুলো
আলো - আধারিতে বসে বসে আগামির সপ্নপজাল বোনা ------
নিরর্থক কল্পনায়
কিছু রঙিন আঁকিবুঁকি
সব চাইলেই তো ফিরে পাবে না
তোমার দেয়া দীর্ঘ চুম্বন
যা কিনা মহাকাল কে হার মানায়
কিংবা ওই উত্তপ্ত অধর পরশ
তুমি চাইলেই কি সময়গুলো ফেরত দিতে পারব ?
এতো প্রতীক্ষার প্রহর
তুমি আসবেনা যেনেও বিকেল গড়িয়ে সন্ধ্যা -
সন্ধ্যা গড়িয়ে রাত্রি দ্বি- প্রহর নিরঘুম বসে থাকা
কেন ফিরে চাও সব কিছু ?
যেথা যেতে চাও ,চলে যাও নির্দ্বিধায়
কিছু থাক না আমার কাছে
কিছু সময় , কিছু ভালোবাসা হীন ধূসর অনুভূতি ;
২| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৩
কাবিল বলেছেন: সুন্দর,
প্রথমেই সব কিছু ফিরিয়ে দিতে চাইলেন পরক্ষনে কিছু বাদ রাখলেন যে-
১০ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০৭
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৭
সুমন কর বলেছেন: ভালো লাগল।