নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

সেদিনের তুমি

২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১

কাল বিকেলে বৃষ্টি ছিল না ......
যেমনটা ঝরছে আজ সকাল থেকে
রি ম ঝি ম রিমঝিম

সেদিন ও বৃষ্টি ছিল না
ছিল সোনালি আকাশ ,সে আকাশে সাদা মেঘের ভেলা
আর আমি ছিলাম শুধুই একলা ...

যেতে যেতে অনেক পরিবর্তন চোখে পড়ল
তোমাদের বাড়ির পাশের মেঠো পথটা আর নেই
গ্রামের ভিতর দিয়ে পীচ ঢালা আঁকাবাঁকা পথ
যেন মস্ত বড় কালো অজগর সাপ
পরিবর্তন তোমার ও নিশ্চয়ই হয়েছে ?

সেই কিশোরী মুখে উচ্ছল আভা
সেই প্রশান্তির হাসি ,সেই উড়ে চলা
সেই মুখের অবয়ব এখন ঢের পাল্টেছে
অন্য কারো ঠোঁটের স্পর্শে ,পাল্টেছে শরীর ও ।

আমি কিন্তু খুব বেশি পাল্টাই নি
বয়সের ছাপ হয়ত পড়েছে ,
কৈশোরের উঁকি দেওয়া গোঁফ থেকে এখন
সারা মুখে দাঁড়ির জঞ্জাল ,ওই টুকুই
আমি আর বেশি পাল্টাই নি

অবাক হচ্ছ ?
বিশ্বাস কর আমাদের গাঁয়ের পথটাও পাল্টায় নি ,
এখনও বৃষ্টি হলে এক হাঁটু কাঁদা
ঠিক যেন আমার কৈশোরের মনের মত
যে কাদায় গেঁথে গিয়েছিলে তুমি

যেতে যেতে চালককে ইশারা করেছিলাম একটু থামতে
ইঞ্জিন চালিত রিক্সা একটু থেমেছিল ও বটে
কিন্তু উদ্দেশ্য পূর্ণ হয়নি ,
তোমাকে দেখিনি ,যেমন দেখতাম এক যুগ আগে
কৈশোরের প্রেম .........

আমি আজও আছি যেমন ছিলাম
একলা ...
পার্থক্য আরও আছে ,সেদিন বৃষ্টি ছিল না !
আজ আছে ,যেমনি ঝরে প্রতিনিয়ত ......।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২০

রিকি বলেছেন: আমি আজও আছি যেমন ছিলাম
একলা ...
পার্থক্য আরও আছে ,সেদিন বৃষ্টি ছিল না !
আজ আছে ,যেমনি ঝরে প্রতিনিয়ত ......।


পোস্টে ভালো লাগা রইল :)

২| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২১

শায়মা বলেছেন: গুড গুড!!!

আমারও রইলো!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.