নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

আমাকে ক্ষমা কর

১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩০

আমাকে ক্ষমা কর
আমার হৃদয় আজ জীর্ণ
ঠিক ওই পুরনো মন্দিরের মত
রোজ যেখানে তুমি ফুল ,প্রসাদ দাও ।
আমাকে ক্ষমা কর কিশোরী,
আমি ঈশ্বর নই
যার পূজায় তুমি নতজানু হও
তোমার নরম হাতে তোলা সুগন্ধি ফুলে ।
আমি দেবদূতও ও নই
তোমার পছন্দ মত বর দেবার ক্ষমতা আমার নেই
আমি ভগ্ন হৃদয় ,কাপুরুষ
আমাকে ক্ষমা কর কিশোরী;
তোমার বিক্ষিপ্ত মনকে
কেন্দ্রীভূত কর একান্তই তোমার দিকে
তোমার মনকে প্রশান্তিতে প্রস্ফুটিত করার মত
ছোট্ট এক পাত্র জলও নেই আমার কাছে ।
আমিতো নিজেই বাধা পড়ে গেছি
প্রকৃতির অমোঘ নিয়মে
তা ভাঙার শক্তিও আমি নিঃশেষ করেছি
বহু পূর্বে -- সে তো তুমিও জান ।
আমাকে ক্ষমা কর ,আমি দেবদূত নই ;
আমি শুধুই অপেক্ষায় আছি
অন্ধকারের পথ পাড়ি দেবার-
মৃত্যু দুতের ডানায় ভর করে
আমাকে ক্ষমা কর কিশোরী
শ্রাবণের কালো মেঘের ভাঁজে হঠা ৎ
আলোর ঝলকানি দেখে আশান্বিত হতে পার
ওই খানেই আমি থাকব, যদিও বা অনেক দূরে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.