নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

.ক্যানভাসে আঁকা ঈশ্বরী

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

একটু অপেক্ষা করো , একটু -
এবারের বর্ষার জল বড্ড ঘোলা
আসছে শীতের প্রথম শিশিরের জলেই
তোমার দুটি পা ভিজিয়ে দেব ।
স্বচ্ছ পদতলে সুড়সুড়ি জাগাবো
আমার তুলির পরশে
তোমাকে মস্ত ক্যানভাস বানিয়ে
রঙের খেলায় মাতব ।
এত বড় ক্যানভাস আর কোথায় পাব ?
তুলির আঁচড়ে আঁচড়ে তুলে আনব তোমাকে
আমার প্রদর্শনীর পুরোটা জুড়েই তুমি
শুধুই তোমার গল্প।
আমি তীর্থ যাত্রায় যাইনি
জানিনা তা আর দরকার আছে কি না
তোমার দেখা পাবার পরে তীর্থযাত্রা ?
পণ্ডশ্রম ছাড়া আর কি ......
হাজরে আস-ওয়াদ চুম্বন করা হয়নি এখনও
তা কি আর প্রয়োজন হবে ?
যখন চুম্বন করেছি কোমল তপ্ত তোমার ঠোঁটে
জীবন্ত তোমার সাথে নিস্প্রান পাথরের তুলনা ?
স্বর্গীয় অপ্সরীর আলিঙ্গন কি
তোমার থেকেও মধুর ; কি জানি ?
আমিতো শুধু জানি তোমার আলিঙ্গনে
রক্তকনায় আগ্নেয়গিরি ফুঁসে ওঠে
প্রতি অণুচক্রিকার সে কি উদ্দাম নৃত্য
প্রতিটি অনুতে অনুতে প্রানের সঞ্চার
আর কিছু কি চাইবার আছে ?
কিংবা পাবার তুমি ছাড়া অন্য কিছু ...........................?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.