নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

নিরন্তর ঘণ্টাধ্বনি

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪

কোন এক মন্দিরে দেবতাকে জানান দিতে
বাজিয়ে ঘণ্টা শুরু করে প্রার্থনা কিছু ভক্ত
গীর্জা র বড় ঘণ্টা বাঁজে নিরন্তর-
সারিবদ্ধ নর নারী মোমবাতি হাতে ছোটে!!
প্রবেশ করে কিছু পাপী, পরিতাপে দগ্ধ ;
পরিত্রানের আশায়, কিংবা কোনো সাধূ
তার পুন্যর পাত্র আরও স্ফিত করতে
অথবা আযানের শব্দ শুনে কোন মুমিন!
সা ই রে ন শুনে যেমন আমরা হুঁশিয়ার হই
তেমনি ঘণ্টাধ্বনি শুনে পাপিষ্ঠ -
নেক কার, আরও বৃদ্ধি করতে অন্দর মহল
কেউ কেউ নরক থেকে বাঁচার।
সবকিছুর মূলে ঢংঢং ঢং ঘণ্টা
ডাকে - ডেকে নিয়ে যায় ঈশ্বরের ডেরায়
যেখানে গেলে নাকি স্ফিত হয় বাক্স, পোঁটলা
হৃদয় সুশীতল ছায়ায়
হৃদয়ের ঘণ্টা ও বাঁজে মাঝে মাঝে-
বিবেক! তার কিছু প্রশ্ন থাকে
চায় কিছু উত্তর।
যখন ডাকে ভুখা,নাঙা, ক্ষুধাতুর
সাইরেন শুনে হই হুঁশিয়ার
হৃদয়ের সাইরেন জোর করে বন্ধ করি
চুপ! তুই কিছু শুনিস নি
কোনো ক্ষুধাতুরের কান্না, না কিছু ই শুনিনি আমি।
কোনো কিশোরীর আহাজারি
কোনো জন্মদাত্রী র তীব্র চিৎকার
সে শব্দ ঘণ্টাধ্বনি র কাছে মিইয়ে যায়
আর আমরা সচকিত হই প্রার্থনায়
কান খাড়া করি ঘণ্টা শোনার
প্রার্থনা র সময় হয়েছে
খুলছে বদ্ধ কবাট
নক্সা করা কবাট

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৮

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

শুভকামনা।

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

আরাফআহনাফ বলেছেন: সুন্দর।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.