নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখা হতেই ঝাঁপিয়ে পড়তে আমার উপর
তৃষিত ঠোঁটে পিষে ফেলতে
যেন চৈএের কাঠফাটা রোদে চৌঁচির মাটি
দু 'ফোটা জলেই তার কত না প্রশান্তি।
এখনও আমি সেই ওষ্ঠের উওাপ খুজি
তুমিও কি খোজ শীতলতা আমার ঠোঁটের?
না,এমন তো হবার কথা নয়!
সমান্য বিরহে সমুদ্র সম আখি জোড়া
ফুলে ফেঁপে উঠত
আর নোনা জল গড়িয়ে পড়ার আগেই
শুষে নিত আমার ঔষ্ঠ, যেন সাহারা মরুর বালি
এখনও কি তোমার চোখে নোনা জল ঝরে?
না, এমন তো হবার কথা নয়!
ঝঞা বিক্ষুব্ধ রাতে বিদ্যুতের চমকে
লোমশ বুকে যে উওাপ খুজতে,
আজ অন্য বুকে কি একই উওাপ পাও?
না, এমন তো হবার কথা নয়!
২| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৬ রাত ১:০৩
পবিএ পাপ বলেছেন: আহা কি সুন্দর অনুভব।