নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষণ্ণ দিনের শেষে
রাত্রি নেমেছে ঘোর অমানিশা নিয়ে
বিনিদ্র রজনী কাটে ...
একাকিত্তের যন্ত্রণা নিয়ে।
জেগে আছি আমি আর এই
নিচ্চুপ রাত
রাত জাগা পাখি নয়
কুকুরের ডাক
গাছতলার ফকির নয়
জেগে আছে ওই
বারবনিতার দল
মুখে মৃদু হাসি তবু
চোখে টলমল জল
শাঁখা সিদুর পরে
এলিয়ে দিয়েছে শরীর
ভগবানের পদতলে (স্বামী)
সেও ঘুমহীন তৃপ্তিতে
নক্ষত্রে নক্ষত্রে মিলে
করেছে আলোকিত,
ওরাও আজ নির্ঘুম
নির্জনতার খোঁজে।
দুই চোখে তৃষ্ণা আছে
ঘুম নেই
তোমাকে দেখার তৃষ্ণা
তোমাকে পাবার তৃষ্ণা
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৫
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: সুন্দর হয়েছে