নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

ছোঁয়া

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৩২




## এত যাওয়া আসা, তারপরও কত অচেনা এই পথ -
যেমনি আজও অচেনা তুমি।
গলির মাথায় চায়ের দোকানে বসে
কড়া লিকার চা হাতে কতদিন ভেবেছি তোমার কথা
সারদিন রোজা শেষে ইফতারির পর।
রোজা রেখে কড়া শরীরে কড়া লিকার চায়ে কাটাকাটি
একদিন হাতে সিগারেট দেখে
কয়েকজন আড়চোখে তাকিয়ে কানাঘুষা করছিল ;
এমন কানাঘুষার ভয়ে-
গ্রামের বাজারে কোনোদিন চা খেতে বসে
সিগারেট জ্বালাই নি।
সামনে না বললেও আমি উঠে যাওয়ামাত্র বড়রা বলে উঠবে - দ্যাখো, দ্যাখো অমুকের ছেলেটা বখে গেছে।
আচ্ছা, সিগারেট খেলে মানুষ বখে যায়?
মদ,গাঁজা,হেরোইন,ফেনসিডিল,ইয়াবা কত কিছুর
নাম শুনেছি
কিন্তু কখনো ছুঁয়েও দেখিনি।
কিভাবে ছোঁব বল?
সিগারেট ছুঁয়েছিলাম বলে তুমি বলেছিলে -
ঐ হাতে আমাকে ছোঁবে না কোনোদিন ;
তোমাকে আর ছুঁই নি কোনোদিন
তবে সাদা বেনসন ঠোঁটে ঠিকই ছোঁয়াই প্রতিদিন
দু' টো দিন বেশি বাঁচার লোভে -
সিগারেট ছেড়ে দেব?
তারচেয়ে বরং তোমাকে ছাড়া সহজ ছিল।
হয়ত তোমার পক্ষে আরও সহজ ছিল-
আমাকে ছাড়ার!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৯

কাইকর বলেছেন: বাহ........

২| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ভালো আছি ~ পরম দয়ালুর কাছে কৃতজ্ঞতা।

৩| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:১১

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: অসাধারণ!

৪| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর লেখা।

৫| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৮

বিজন রয় বলেছেন: সঠিক কথাই বলেছেন কবিতায়।

যারা সিগারেট পান করে তারা আসলে ছাড়তে পারে না সহসা।

+++++

৬| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:২২

লাবণ্য ২ বলেছেন: দারুন!

৭| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৪

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ

৮| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৬

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: কৃতজ্ঞতা

৯| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৬

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.