নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

(সনেট) নষ্ট সমাজ, নষ্ট মানুষ

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৪৮



###
বল নষ্ট মানুষ সমাজ নষ্ট করে
নাকি নষ্ট সমাজ মানুষ নষ্ট করে?
কেউবা নষ্ট হয় চোখের চাহনিতে
নষ্ট কেউ নদী পাড়ে ছোঁয়াছুয়ি করে
নষ্ট হয়ে সোনাগাছি, রানাঘাটে যায়
কেউ কেউ সেখানে গিয়েই নষ্ট হয়।
বুকের মাঝে হাজার কষ্ট বয়ে নিয়ে
নষ্ট হচ্ছে নয়া যুবা নষ্ট নেশা করে
---------- ---------- -----------

বালিকা নষ্ট হল মায়ের তিরস্কারে
দুষ্টু কিশোর নষ্ট হল শাসনভারে;
নষ্ট মানুষ শোন ভালবাসার গান
ক্রসফায়ারে যাচ্ছে হাজার নষ্ট প্রাণ।
নষ্টামিতে কে বা কারচেয়ে কম যায়?
নষ্ট সমাজে নষ্ট মানুষ দেখি হায়! !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ রাত ১০:১০

কাইকর বলেছেন: ভালাই

২| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সনেট লিখা কি খুবই সহজ !!
আমার ধারণা সবচেয়ে কষ্টসাধ্য কাজ
সনেট লেখা। কিন্তু আপনারা কি অবলীলায়
সনেট লিখে যাচ্ছেন !! হিংসে হয় !!

৩| ১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:০৭

Sujon Mahmud বলেছেন: অসাধারণ

৪| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: বেশ ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.