নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

ক্যানভাস

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:১৭



সেইসব দিনগুলিতে যখন এমনি বর্ষণ হত
আমি জানালা খুলে বাইরে তাকাতাম
হাতে কফির মগ
আর তাতে নিজেরই বানানো কফি।
দেখতাম গর্জনের কালো কান্ড বেয়ে
নেমে আসা স্বচ্ছ জলধারা কেমন ঘোলা হয়ে
নামত পাহাড়ের ঢাল বেয়ে-
পাহাড়ের কাদা ও বালুর স্পর্শে ;
পানির তোঁড়ে ভেসে যাওয়া গর্জনের পাতা!
কাটাপাহাড়, রেলস্টেশনে কুন্ডলী পাঁকিয়ে
শুয়ে থাকা কুকুর গুলো ও ঢুকে পড়ত মাঝেমাঝে
কটেজের ভেজানো দরজা ঠেলে
আশ্রয়ের খোঁজে।।
কিংবা তারও আগে কৈশরে যখন বৃষ্টি হত
পু্কুরে বড় বড় বৃষ্টির ফোটা পড়ে ছলকে উঠত
সারিবাঁধা পাতিহাঁসের দল পাখা ঝাঁপটিয়ে
ছুটে চলত
আর আমরা মায়ের অগোচরে
ঘাঁটেবাধা নৌকা নিয়ে লাগাতাম ছুট
এমনি শ্রাবণ মাসে কৃষকের কেটে ফেলা
পাটের জমিগুলোকে মনে হত অথৈ নদী
আমরা মেতে উঠতাম নৌকা বাইচে,
পানিতে ডিগবাজি' র খেলায়।
অথবা বিকেলবেলা কাদাভরা মাঠে
হা-ডু-ডু খেলে বাড়ি ফিরতাম
লুকানো শামুক,ইটের টুকরায় হাত পা কেটে।।

বৃষ্টি এখনো নামে, নাগরিক জীবনে
মাঝেমাঝে বিদ্যুৎ চলে ব্যালকনিতে এসে দাঁড়াই
সামনে বড় নিমগাছে দু' একটি পাখি ডানা ঝাপটায়।
মনের ক্যানভাসে ভেসে ওঠে পুরোনো স্মৃতি
বুকের ভিতরে একটি পাখির
ডানা ঝাপটানোর শব্দ পাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৩

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: বাহ্ #:-S

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১

স্রাঞ্জি সে বলেছেন:


মুগ্ধতা কবিতায়

৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৭

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.