নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে মনে হয়
মরে যাই -
কার্তিকের রাতে
মাঝে মাঝে মনে হয়
ঝরে যাই -
শরতে ফোটা কাশফুল
যেমন ঝরে যায় কার্তিকে এসে।
মনে হয় আমিও ঝরে যাই
বার বার মরে যাই ;
অঘ্রানের ভোরে শিশির হয়ে যাই
যে একটু রোদেই মরে যায়
মাঝে মাঝে মনে হয়
আমিও শিশিরকণা হয়ে যাই
একটু রোদে মরে যাই।
২| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১০
বিজন রয় বলেছেন: মিষ্টি লাগল কবিতাটি।
আরো লিখুন।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২০
ইসিয়াক বলেছেন: বেশ তো .........তবে মরে যাওয়া তো সমাধান নয়।
বেঁচে থেকে জীবনের জয়গান গাইতে হবে । নয় কি?
কবিতা ভালো লাগলো।
শুভকামনা রইলো।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: সমাধান নয় বলেই ইচ্ছেতেই সীমাবদ্ধ আছি
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর কবিতা।