নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আজও আমার পৃথিবীতে আছো
প্রেমিকা এবং বিপ্লবী হয়ে;
সুপর্ণা-
তুমি প্রেমিকা হতে চেয়েছিলে
নীল শাড়ীর আঁচল বিছিয়ে
চোখে কাজল এঁকে
আমার ফেরার প্রতীক্ষায় ছিলে।
সুপর্ণা,
আমিতো প্রেমিক হতে চাইনি
বিপ্লবী হতে চেয়েছিলাম -
তুমি যখন শাড়ীর আঁচল পেতেছিলে
আমি তখন রাজপথে
ভূখা মিছিলেের সামনে বুক পেতে দিয়েছি
তুমি চেয়েছিলে আমি জোছনা হই-
কুয়াশা ভেদ করে গলে গলে পড়ি
তোমার নরম আদুরে শরীরে।
সুপর্ণা -
আমি তখন শ্রেণি সংগ্রামী
কৃষকের গোলায় ধান তুলতে চেয়েছিলাম
চেয়েছিলাম শ্রমিকের পেটে দু'বেলা আহার দিতে।
সুপর্ণা -
তুমি চেয়েছিলে আমি চাদর হই
এমনি শীতে - হিমেল হাওয়ায়
তোমাকে ভালবাসার আদরে জড়িয়ে থাকি।
আমিতো মজুরের ঘামে ভেজা গায়ে
ভরসার প্রতীক হয়ে জড়িয়ে ছিলাম।
সুপর্ণা -
বুর্জোয়ার বুলেট আমাকে ছুঁতে পারেনি
কিন্তু বিনিময়ে ছুঁয়েছিল তোমাকে।
যে নীল শাড়ী আমার জন্য বিছিয়েছিলে
সেটা রক্তাক্ত করে,
তোমার নারীত্বকে লাঞ্ছিত করে
উল্লাসে মেতেছিল সাম্রাজ্যবাদী হায়েনারা।
সুপর্ণা
তুমি প্রেমিকা থেকে বিপ্লবী হয়ে
আজও বেঁচে আছো।
আমি প্রেমিক হতে পারিনি
না হয়েছি তোমার মত বিপ্লবী
আজও শ্রেণি ব্যবধান ঘুচাবো বলে
মাও,লেনিন আঁকড়ে আছি
দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে
তোমার জন্য বেঁচে আছি।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন:
ধন্যবাদ
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩২
ইসিয়াক বলেছেন: খুবই সুন্দর।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৭
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার। একটু বেশিই যেন ভালো লেগেছে এই কবিতাটি।
শুভকামনা আপনার জন্য।
এগিয়ে যান দূর বহুদূর...
৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনুপ্রেরণার জন্য
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৬
ভ্রমরের ডানা বলেছেন: সুপাঠ্য!
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭
রানার ব্লগ বলেছেন: অপুর্ব !!!