নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে জলেরও হয় ঘ্রাণ
রিমঝিম রিমঝিম বাদলধারা
আমার পুরনো ঘরের টিনের চালে
ছন্দে ছন্দে ঝরে পড়ে
টুপটাপ শব্দে সহসা পুলকসঞ্চারিত হয় মনে
মস্তিস্কে আলোড়ন করা সুর
আমি হারিয়ে যাই
হারিয়ে যেতে যেতে এক অদ্ভুত ঘ্রাণ পাই
একসময় বৃষ্টি হয়ত থেমে যায়
সুরের মূর্ছনা কেটে যায়
কিন্তু আমার অনুভবে তখনও
জলের ঘ্রাণ
রাত গভীরতম হলে
বাতাসে বৃষ্টি র ঝাপটা গায়ে মেখে
ঘর অন্ধকার করে বসে থাকি
শুধু জলের ঘ্রাণ নেব বলে আমি ঘুমাতে পারি না
সারা গায়ে ঘ্রাণ মেখে বসে থাকি
জলের ঘ্রাণ নেব বলে-স্বার্থপর হয়ে যাই
রাত শেষ হলে বিষন্ন হই
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৭
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ ও নতুন বছরের শুভেচ্ছা
২| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার ঘ্রাণ পেলাম কবিতায় , কবি।
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৬
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ ও নতুন বছরের শুভেচ্ছা
৩| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: অনেকদিন আগে একটা উপন্যাস পড়েছিলাম। উপন্যাসের নাম ছিলো জলের ঘ্রান। লেখকের নাম এই মুহুর্তে মনে আসছে না।
৪| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪
বিজন রয় বলেছেন: এই শীতে বর্ষার কবিতা পড়লাম।
আপনি একটু নিয়মিত হবেন??
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৩
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: বিজন রয় সামু বন্ধ হওয়ার আগে আমি যথেষ্ঠ নিয়মিত ছিলাম. এখন আবার চেষ্টা করছি. আর এই কবিতাটি মূলত জুলাইতে অর্থাৎ বৃষ্টির সময়ে লিখেছলিাম .ধন্যবাদ
৫| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
শিখা রহমান বলেছেন: কবিতাটা আসলেই জলের ঘ্রাণমাখা। কি যে দারুণ লাগলো!!
শুভকামনা কবি।
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৫
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ অনুপ্ররেণা দেওয়ার জন্য. ভাল থাকবেন
৬| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৬
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ভাবনা কবি দা
শুভ নববর্ষ ২০২০ জানাই-------