নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পঁচে যাচ্ছি
নীলাদ্রি তুমি বুঝতে পারছো না
আজকাল বড্ড পঁচে যাচ্ছি।
পঁচা কাঁঠালের মত কিংবা পানিতে কৃষকের পঁচা পাটের মত নয়।
মনে হচ্ছে আমি আরো বেশি পঁচে যাচ্ছি
নীলাদ্রি তুমি গন্ধ পাচ্ছ না?
এরচেয়ে আর কতটা বেশি পঁচন ধরলে তুমি বুঝবে?
পঁচে যাচ্ছি যেন পঁচে যাওয়া পরিচয়হীন লাশ
লাশেরও সৎকার হয় জানো তো?
কিন্তু অনুভূতির দেয়াল পঁচে যাচ্ছে
খসে খসে পড়ছে আর দুর্গন্ধ ছড়াচ্ছে
যেমন শকুনে শরীর খুবলে খাওয়ার সময় গন্ধ
ছড়ায় অজ্ঞাতনামা আদম।
নীলাদ্রি একবার নাকমুখ চেপে দেখে যাও
শেষবার -
তারপরে চোখ বন্ধ করে
শেষবার গন্ধ ছড়িয়ে চলে যাব।
পারস্যের সুগন্ধি মেখে আবার তাকিয়ে দেখো প্রেমিকের চোখে -
নষ্ট সমাজে এভাবে পঁচে যাওয়াদের স্থান নেই
তাই শেষবার নীলাদ্রি শেষবার দেখে যাও কতটা পঁচে গেছে অতৃপ্ত মন।
২| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১:৩৪
নেওয়াজ আলি বলেছেন: সহজ সরল ভাবে উপস্থাপন
৩| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:১৯
সেলিম আনোয়ার বলেছেন: অভিমানী কবিতা ।
৪| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: দারুন কবিতা।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: নষ্ট সমাজে এভাবে পঁচে যাওয়াদের স্থান নেই - ভাল বলেছেন।