নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা একটা রাক্ষুসে প্রাণীর মত
মাঝে মাঝে কবিকেও খেতে চায়
কবির মাথা খায়, প্রান খায়,অন্তর খায়।
খেয়ে ফেলে চিন্তা চেতনা
সমাজের আস্তাকুড় খেয়ে পরিস্কার করে
মাঝে মাঝে খেয়ে ফেলে রাষ্টের ইজ্জত
রাষ্ট্রের ইজ্জত বাঁচাতে রাষ্ট্র তখন কবিকে খেতে চায়
নিজে রাষ্ট্রের খোরাক হতে চায়না যেসব কবি
তারা নিজের বিবেকটাকেই খেয়ে ফেলে।
নিজেকে নিজেই খেয়ে ফেলেন কিছু কবি
কেউ কেউ হয়ে পড়েন পদকখোর
পদক না খেতে পারলে কবি জীবনটাই যে বৃথা
সুতরাং যে কবিতার রাষ্ট্রের জঞ্জাল খেয়ে সাফ করার কথা ছিল -
সে কবিতাই হয়ে ওঠে কবিখাদক
কবিতা তুমি রাক্ষুসী
তুমি হায়েনা
খেয়ে ফেলো কবিকে
খেয়ে ফেলো পাঠককে
খেয়ে ফেলো সমাজকে
খেয়ে নাও বৈষম্য
খেয়ে নাও শ্রেণিশোষন
খেয়ে নাও নষ্ট রাষ্ট্র ব্যবস্থা।
কবিতা তুমি আমাকে খাও
অক্টোপাশের মত পেঁচিয়ে ধরে
আমাকে খাও।
আমিই রাষ্ট্র, আমিই ঘুনে খাওয়া নষ্ট সমাজ।
৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:১২
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: করে দিন একটা মামলা । হা হা হা
২| ৩০ শে জুন, ২০২০ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: কবিতা দিয়ে মানুষের পেট ভরে না। তবে মন ভরে। মন ভরাটা জরুরী না। পেট ভরা জরুরী।
আমাদের দরকার নজরুলের মতোন জ্বালাময়ী কবিতা।
৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:১২
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ভাই সুন্দর বলেছেন
৩| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১:২১
নেওয়াজ আলি বলেছেন: বস্তুনিষ্ঠ প্রকাশ।
০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:৫৩
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ,শুভকামনা।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২০ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা জীবনও হয়
কষ্ট ভুলে থাকার মন্ত্রণাও হয়
কবিতা সুখ বয়ে আনে মনে এক রাশ
কবিতাকে রাক্ষসী বলা যাবে না... আপনার নামে মামলা করুম কিন্তু