নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাদ্রি জেগে আছো কি?
আমাদের এখানে ঝুম বৃষ্টি হচ্ছে
কয়েক ঘন্টা ধরে
বৃষ্টি শুরুর আগে রাতের আকাশ দেখতে মাঠে গিয়েছিলাম
আকাশের দিকে তাকিয়ে গান শুনতে শুনতে হঠাৎ দেখি আকাশ কালো করে মেঘ করেছে
এরপর বৃষ্টি ;
বৃষ্টি থেকে বাঁচতে এক দৌড়ে ঘরে এসে ঢুকলাম
অথচ জানো তো এমন বৃষ্টির রাতে কত ভিজেছি
বন্ধুদের সাথে কাটা পাহাড় কিংবা সারা ক্যাম্পাস।
কখনো একা একা
আজ দেখো বৃষ্টিকে কত ভয়।
এখন শুয়ে টিনের চালে বৃষ্টির অবিরাম শব্দ শুনছি
সাথে রবীন্দ্র সঙ্গীত।
তোমাকে মনে পড়ছে না কিন্তু
এমনিতেই জিজ্ঞেস করলাম ঘুমিয়ে পড়েছো নাকি জেগে আছো?
তোমাকে নিয়ে সমুদ্রের ধারে হাঁটার কথা ছিল
কথা ছিল ঢেউ গোনার আর রাতের তারাদের সঙ্গী হয়ে লোনা জলে পা ভিজিয়ে হাঁটার
অথচ দ্যাখো আমার এখন বৃষ্টিতে ভিজতে ভয় করে
তোমার চোখের দিকে তাকিয়ে সারারাত কাটানোর কথা ভাবতেই শিউরে উঠি।
আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি।
নীলাদ্রি, তুমি পাগল ভয় পাও?
তাহলে দূরেই থাকো
লোমশ বুকে শান্তির ঘুম ঘুমাও
আমি আরো কিছুক্ষন জাগব
হয়ত যতক্ষন বৃষ্টি থাকবে
বৃষ্টিকে সঙ্গ দিতে জেগে থাকব
হয়ত অনন্তকাল.......
২| ২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
৩| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪২
নেওয়াজ আলি বলেছেন: বৃষ্টিতে এখন শহরের রাজপথ সাগর হয়
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর বিরহ কবিতা