নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পৃথিবী,
কাঁদো
এখন তোমার আলোকচ্ছটায় অন্ধকার নামে
ঘোর অমাবস্যা আবৃত করে লোকালয়
জনপদ উজাড় করে উদ্বাস্তু জীবন
এখন তোমার নাম দোজখের স্ফুলিঙ্গ
ধ্বংসযজ্ঞ গ্রাস করে লোক-লোকান্তর
কাঁদো...
হে পৃথিবী,
হামাগুড়ি দিয়ে কাঁদো
প্রার্থনা করো
যেন সে তোমাকে শাপ না দেয়
যেন মলিন ধুলা আবৃত সে যেন তোমাকে না টেনে নামায় পঁচা পাঁকে
রাজ্যের লোভে যারা আজ হয়ে গেছে রাবণ
যারা তাঁকে মায়ের কোল থেকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে জাহান্নামের দ্বারে
বিদ্রোহের লেলিহান শিখা যদি জ্বলে ওঠে তার চোখে
যদি সে হাত তোলে বিধাতার কাছে
সে যদি প্রশ্ন করে....
দাবি তোলে ন্যায়ের?
তাই
আজ কাঁদো,
প্রার্থনা করো
হামাগুড়ি দিয়ে কাঁদো
নতজানু হও।
২| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: শুধু হামাগুড়ি দিয়ে কাঁদলে কি এসবের প্রতিকার হবে?
৩| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: নত হলেও মানুষ পেয়ে বসে। প্রার্থনা করে শেষমেশ কিছুই পাওয়া যায় না।
৪| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৭
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য লেখা
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০১
অসিত কর্মকার সুজন বলেছেন: ভালো লাগলো ।