নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাদ্রি
পরজন্মে তোমার জন্য
পাখি হব।
সীমাহীন দিগন্ত হবে আমার দেশ
শূন্য আকাশ হবে ঠিকানা
আমার কষ্টগুলো হবে কালো মেঘ
উতলা বাতাসে মিশে থাকবে দীর্ঘশ্বাস।
এলোমেলো বাতাস তোমাকে বলবে কানে কানে
এই যাপিত জীবন।
যে শ্রাবণে ভিজবে তুমি
আমার কান্নাগুলো ঝরবে বৃষ্টি হয়ে।
পাখি হবো
পরজন্মে পাখিই হবো
করতলে খুঁজে পাবো খুদকুঁড়ো
পার্কে কৃষ্ণচূড়ার ফুলে
অথবা নিঃসঙ্গ বেঞ্চে তোমার স্পর্শ
সবটুকু ভালোবাসা তাঁদের দিয়েছ তুমি।
এই জন্মে ঠেলে দিয়েছ যতটা দূরে
তার চেয়েও বেশি দূরে চলে যাব
অনন্ত আকাশে
তাইতো পাখি হব পরজন্মে।
পাহাড়ের ঢালে,
নদীর চরায়
সৈকতে
আবার হয়ত দেখা হবে
দেখা হবে
আলো ও আঁধারে,
আমাদের এই জন্ম সমু্দ্রের ঢেউ হয়ে
সৈকতে যোগচিহ্নে লিখে রাখা ভালোবাসা হবে;
আমার ঘরে ফেরা হয়নি এ জন্মে
যদিও সব পাখি ঘরে ফেরে
তাই পরজন্মে পাখি হব
বেলা শেষের আলোয় আমি ফিরে যাব ঘরে
পরজন্মে পাখি হব।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৫
ঘনশ্যাম বলেছেন: শুরুর ৩ লাইন পুরো কবিতা, ওইটুকু বেশ লেগেছে। বাকি অনেকগুলো লাইন না লিখলে বরং সুবিধা হত, আমি আমার মত কল্পনা করতে পারতাম।
শুভেচ্ছা।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই অল্পদিনের দুনিয়ায় মনের মানুষকে না পেলে পরজনমে পাবার আকাঙ্খা কিছুতেই যাবেনা।
উপমা ও বর্ণনা দারুণ হয়েছে।
+++++