নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাদ্রি
আজ তোমাকে ভালোবেসে কাছে ডাকতে সাহস হয়না
যদি তুমি আমাকেও ভেবে বসো হিংস্র হায়েনা।
তোমাকে দোষ দিই না
এই শ্বাপদসংকুল অরণ্যে হিংস্র হায়েনার দাপটে আজ তুমি ভীত-সন্ত্রস্ত।
এ দায় কার?
আমার অথবা আমার ব্যর্থ রাষ্ট্রযন্ত্রের।
তাই তোমাকে কাছে ডাকতে ভয় পাই
যেখানে প্রতিনিয়ত জন্ম হয় লক্ষ ধর্ষকের
সেখানে তুমি আমাকে আলাদা ভাববে কেন?.
আমি তো তাদেরই দলবদ্ধ হয়ে খুবলে নিচ্ছি তোমার শরীর-তোমার কোমল মনকে বিভীষিকায় পরিনত করতে আমিও কম যাই কিসে?
তুমি বাইরে এসোনা
নিজেকে আবদ্ধ করে রাখো ইট, কাঠ, কংক্রিটের দেয়ালে।
আমি ডাকলেও এসোনা তুমি
তোমাকে নিরাপত্তা দেওয়ার বদলে আমিই ঝাঁপিয়ে পড়েছি তোমার ওপর।
আমিই পুরুষ
আমিই হিংস্র হায়েনা
আমিই ধর্ষকের জন্মদাতা ব্যর্থ রাষ্ট্র।
০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৪
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৪
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে