নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নানী প্রায়শই চা খেতে খেতে আমার সাথে সংবাদ দেখে।
বিশেষ করে মার্চে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর থেকে প্রতিদিনই করোনার সর্বশেষ আপডেট জানতে দিনে এক/ দুইবার।
যাহোক সম্প্রতি করোনার সাথে খুন,ধর্ষন, ক্যাসিনো,দূর্নীতির এত সংবাদ আসছে যে তিনি আজ আমাকে একটা প্রশ্ন করে বসলেন।
আমি জানি এই প্রশ্ন প্রতিদিনই রাষ্ট্রের প্রতিটি মানুষের ( দলদাস,দলকানা ছাড়া) মনের মধ্যে ঘুরপাক খায়।
প্রশ্নটি হচ্ছে - হাসিনা তার বাপের মৃত্যুর ৪০/৫০ বছর পরেও হত্যাকারীদের ধরে এনে ফাঁসি দিতে পারলে প্রতিদিন যে এত ছেমড়িদের( নারী ধর্ষন?) মেরে ফেলছে তাদের ধরতে পারে না?
আমি ভেবে দেখলাম নানী জাতীয় চার নেতা হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি হয়ত ভুলে গেছে।
আমি তাকে ১/২ মিনিটে বুঝালাম যে ধরো আমাকে অর্থাৎ তোমার নাতিকে যদি কেউ খুন করে তাহলে তুমি এবং পরিবারের সবাই চাইবে খুনির ফাঁসি হোক।
কিন্তু আমি যদি খুন করি তাহলে চাইবে ফাঁসির আদেশ হলে যাবজ্জীবন, যাবজ্জীবন হলে চাইবে ১/২ বছর কারাবাস অথবা মুক্তি।
তো সবাই তার পরিবারকে ভালোভাসে।
আর সব মা চায় (মানবতার মা একটু বেশি)তার সন্তান বেঁচে থাক।
এজন্যই এদেশে ফাঁসির আসামি রাষ্ট্রপতির বিশেষ কৃপায় মুক্তি পেয়ে আবার খুন করে।
এখানে সিস্টেমটাই এমন যে
এদেশের সংবিধান / আইন নারীর সুরক্ষা দেয় না। কারন গত ত্রিশ বছর ধরে নারীরা দেশ চালালেও আইনগুলো পুরুষের তৈরি। এখানে পুরুষদের রক্ষা করতে প্রচুর ফাঁকফোকড় রাখা হয়েছে।
আর রাষ্ট্রীয় সন্ত্রাস জিয়া,এরশাদ,খালেদার সময় যা ছিল তার চেয়ে বেড়েছে বৈ কমে নাই।
সুতরাং জন্মই এখানে আজন্ম পাপ
২| ০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: ভয়ংকর অবস্থা সারাদেশে!
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৭
আহমেদ জী এস বলেছেন: ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড ,
ঠিকই বলেছেন - জন্মেই আমাদের আজন্ম পাপ!