নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

অত্যুক্তি

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৯

নীলাদ্রি
এ কথাগুলো হতে পারত
একান্তই তোমার
যেই তুমি কান্নাকে করতে পারো হাসির ফল্গুধারা
মূহুর্তে ফোটাও রক্ত গোলাপ তপ্ত মরুতে।
যে তোমার স্পর্শে
আমার ভিতরে ফোটে সহস্র রাতের শিউলি
এই কবিতাগুলো হতে পারত শুধুই তোমার
উপমারা হতে পারত কার্তিকের ভোর।
কবিতার পঙক্তিগুলো হতে পারত
তোমার হাতের শাঁখা
তোমার পায়ের নুপুর
তুলত রিনিঝিনি সুরের মূর্ছনা
আমাদের স্বপ্নের সঙ্গী।
এই কবিতাগুলো কার জন্য?
প্রতিটি লাইন হতে পারত একাই তোমার
উপমাগুলো হতে পারত
তোমার রেশমি চুলের ঢেউ।
কবিতাগুচ্ছ হতে পারত কেবলই তোমার
তোমার কলহাস্যে যে সুরের ঝংকার
তোমার আগমনী শব্দে আমার শিরায় জাগে
সমুদ্রের উচ্ছ্বাস।
কলমের ডগা থেকে তারা ছুটে চলে তোমার সন্ধানে
তোমাকে খোঁজে এদিক ওদিক
আমার অজান্তেই তারা খোঁজে তোমাকে
তোমার কোমল উত্তপ্ত ঠোঁটের স্পর্শ
বুকের কারুকাজ
কোমরের ঢেউ
এই কবিতাগুলো তোমাকে খোঁজে অবিরত।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.