নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

যে জীবন অভিশপ্ত

২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৮

তারপর বলো
কি খবর তোমাদের
বর্নিল আলোকচ্ছটায়,রঙিন উৎসবে
কেমন কাটছে জাদুকরী জীবন?
আমাকে প্রশ্ন করো না
মোমবাতি পুড়ে গেলে
একটা পোড়া গন্ধ থেকে যায় কিছুক্ষন
তেমনি আমার পোড়া হৃদয়ের গন্ধটাও
নিঃশেষ হয়েছে বহু আগেই।
আমাকে বুঝতে তাই তোমাদের লেগে যাবে
সহস্র আলোকবর্ষ।
প্রেমিকার ছলছল চোখ আর
আবেগের বাষ্পে হৃদয় ভিজাবোনা বলে
কারো প্রেমিক হয়ে ওঠা হয়নি কখনো
অথচ আমাকেই ফাঁসিয়েছো আবেগের জালে।
পরিবার, সমাজ,পৃথিবী যেটুকু করেছে
তার জন্য কৃতজ্ঞ আমি
তার জন্য প্রতিদান চেয়োনা
ক্ষমা চেয়ে নিচ্ছি করজোড়ে।
তোমাদের কাছে আর চাইবোনা কিছুই
হৃদয় হয়েছে সীমাহীন আকাশ
প্রাপ্তিতে পরিপূর্ণ আমি এক মহাসাগর যেন-
ফুলেফেঁপে উঠি ভালোবাসার জলোচ্ছ্বাসে।
মেঘটুকু সরে গেলে,
নীলাকাশে উড়ে যাবো বলে
অর্থপূর্ন চোখ চেয়ে থাকে দিগন্তে
তোমরা মেতে ওঠো নিয়ন আলোর মচ্ছবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৩

সেজুতি_শিপু বলেছেন: খুব ভালো লাগলো কবিতা । শুভকামনা রইলো।

২| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.