নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বদলে যাওয়া জীবনে কেমন আছে সে খবর না নিয়েই
তাকে উপহাস করো?
জানতে চেয়েছো কখনো কি --
যে পরিবর্তন তাকে দিলে, তার কাছে উপভোগ্য কিনা?
আকাশের পাখিদের স্বাধীনতাকে খাঁচাবন্দী করে,
তাকে কেন প্রশ্ন করো কেমন কাটছে বন্দী জীবন?
বনবাসী সীতাকে অপহরণ করে রাবণ
অথচ সীতাকেই অগ্নি পরীক্ষায় নিজেকে শুদ্ধ করতে হবে?
এমন নিয়মের জালে আর কত ফাঁসাবে
আর কত মৃত্যু হলে তাকে ঘোষনা করবে শহীদ?
নিজেকে পরিবর্তন করে প্রথম মৃত্যুর পর
সে অপেক্ষায় আছে তোমাদের মৃত্যু সংবাদের
শেষবার শবযাত্রায় তাকে তোলার আগে
নিজেরাও জেনে নিও
চাপিয়ে দেওয়া পরিবর্তন
হাজারো আত্মহত্যার চেয়ে কষ্টকর।
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৩
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।