নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কে?
জানি না -
আপনি কি হারকিউলিস?
না আমি শক্তিশালী নই।
আপনি কি বিশ্বজয়ী আলেকজান্ডার?
না, আমি আমার কাছেই পরাজিত।
আপনি কি সক্রেটিস, প্লেটো অথবা এরিস্টটল?
না, আমার জ্ঞানের পরিধি আমার ঘরের চারদেয়াল পর্যন্ত।
আপনি কি মার্কস? আপনি কি লেনিন কিংবা মাও?
না, আমি বিপ্লবী নই; আমি ভীতু কাপুরুষ।
আপনি তাহলে কি?
জানি না।
আপনি কি ক্ষুদ্র মশা?
না, তার কামড়েও মানুষ মরে।
আপনি কি ছারপোকাও নন?
না, তার যন্ত্রনাতেও মানুষের ঘুম হারাম হয়।
আপনি তাহলে?
আমি সামান্য আগাছা
যে নিজের ইচ্ছায় বেড়ে ওঠে
কিন্তু যাকে সময় হলেই ছেঁটে ফেলতে হয়।
অথবা বয়স হলে নিজেই শুকিয়ে ঝরে পড়ে।
২| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৪
মিরোরডডল বলেছেন:
হতাশার কবিতা হয়ে গেলো
৪| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৫
মেহেদি_হাসান. বলেছেন: অনেক ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো