![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশের বইমেলার থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কুপিয়ে হত্যা করা হয়েছে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায়কে। ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।এ ঘটনায় গুরুতর আহত অভিজিতের স্ত্রী ও ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। অভিজিতের মাথায় গুরুতর জখম হয়েছে, আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে তার স্ত্রী রাফিদার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাত ৯টার দিকে টিএসসি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন অভিজিত ও তার স্ত্রী রাফিদা আহম্মেদ (৩৪)।
রাফিদা জানান, গত এক সপ্তাহ আগে আমরা আমেরিকা থেকে এসে রাজধানীর ইন্দিরা রোডে এক আত্মীয়ের বাড়িতে উঠেছি। আজ আমরা বইমেলায় এসেছিলাম। মেলা থেকে বের হওয়ার সময় টিএসসি’র বটতলায় পৌঁছালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।
অভিজিত রয়ের মাথায় এবং রাফিদা আহম্মেদের মাথা ও বাম হাতে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
অভিজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়ের ছেলে অভিজিৎ যুক্তরাষ্ট্রে থাকেন। এবার একুশের বইমেলায় তার দুটি বই প্রকাশ হয়েছে, সে কারণেই তিনি দেশে ফিরেছেন।
অভিজিৎ ও বন্যার ওপর কারা হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে সাম্প্রদায়িকতাবিরোধী লেখালেখির জন্য অভিজিৎকে হুমকি দিয়ে আসছিল জঙ্গিবাদীরা।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫
আলাপচারী বলেছেন: মুক্তমনাকে নিয়ে আমি এই আশংকাই করছিলাম। সেটাই হোল।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০
ভূতের কেচ্ছা বলেছেন: খবর শোনার সঙ্গে মনে হলো এই দেশটা আমার না...তালেবানদের............
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বাকরুদ্ধ!
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭
অমিত রায়হান বলেছেন: আর কত! লাভ নাই মুমিন বান্দারা। কল্লা কতল করতে পারবা কলমের কালি নিতে পারবা না। মুমিনগিরি চালায়া যাও। আল্লাহ সহায় হউক।
অভিজিত রায়, ভালো থাকবেন।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩
আরজু পনি বলেছেন:
বাকরুদ্ধ !
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২
মহানন্দ মোহন বলেছেন: মনের ভাষা প্রকাশ করার ক্ষমতা আজ হারিয়ে ফেলেছি...
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫
মহামহোপাধ্যায় বলেছেন: তীব্র ধিক্কার জানাই............
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১
অনন্ত আরেফিন বলেছেন: এই দেশ নিয়ে আমরা কি করবো?
আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত বাহিনী কি ঘাস খায় নাকি? সাধারণ বুদ্ধি খাটালেই তো বুঝতে পারার কথা যে অভিজিৎ রায়ের মত লোকের ওপর হামলা হওয়াটা এই দেশে খুবই স্বাভাবিক। তার নিরাপত্তার জন্য কি কোন ব্যবস্থাই নেয়া যেতোনা? অন্ততঃ অল্প যে কয়েকদিনের জন্য সে দেশে এসেছিলো সেই কয়েকদিনের জন্য?
মেজাজ খুব খারাপ
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২
প্রফেসর মরিয়ার্টি বলেছেন: দুঃখজনক!
হায়রে অসাম্প্রদায়িক বাংলাদেশ!!!!!!!!!!!!
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৫
ভালোবাসার কাঙাল বলেছেন: বাকস্বাধীনতায় এই আঘাত মেনে নেয়া যায় না
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫
দ্যা আহমেদ মামুন বলেছেন: se keno bangladesh e elo? se ki janena deshta ekhon kon dike jazz che.
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫
নাসরিন চৌধুরী বলেছেন: ছিঃ বলতেও ঘেন্না হয়! দেশের মানুষগুলো কেন এমন হিংস্র হয়ে গেল!!
এমন ঘটনা চাইনা আমরা--চাইনা কোন মায়ের বুক খালি হোক, কোন স্ত্রী বিধবা হোক।
তীব্র নিন্দা জানাই
১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৭
মিতাহামিদা০০৭ বলেছেন: সরকার কি আমাদের কাউকেই নিরাপত্তা দিতে পারবে না ?
১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৭
মিতাহামিদা০০৭ বলেছেন: সরকার কি আমাদের কাউকেই নিরাপত্তা দিতে পারবে না ?
১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪০
মিতাহামিদা০০৭ বলেছেন: সরকার কি আমাদের কাউকেই নিরাপত্তা দিতে পারবে না ?
১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪১
আহসানের ব্লগ বলেছেন: দীর্ঘশ্বাস
১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৪
মিতাহামিদা০০৭ বলেছেন: সরকার কি আমাদের কাউকেই নিরাপত্তা দিতে পারবে না ?
১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৭
ড্যানিয়েল আর্যভট্ট বলেছেন: ISIS এর ভুত ঢাকায়। সারাবিশ্ব এই ব্যাধিতে আক্রান্ত। এদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনমনে ত্রাস সঞ্চার। আমরা ভীত না হই। আমরা প্রতিরোধ করি।
২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৫
বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: রাত ১১ টায় এক ব্লগার বন্ধু ফোন করে খবর দেয় অভিজিৎকে হত্যা করা হয়েছে। নিজেকে ব্লগার হিসেবে অসহায় লাগছিল। সরতার এদের আইনের আওতায় আনতে পারবে?
২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৯
রাফা বলেছেন: আর কত দীর্ঘ হবে এই মিছিল ?
হতবাক হোতেও ভুলে গেছি এখন।
২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪২
চাদের জোসনা বলেছেন: বন্ধ হোক হত্যাকাণ্ড! বন্ধ হোক হত্যার ইন্ধন যোগানো।
২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: তীব্র নিন্দা।
২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭
এম মিজান রহমান বলেছেন: কিছু বলার নাই
২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮
এম মিজান রহমান বলেছেন: কিছু বলার নাই
২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
সুমন কর বলেছেন: সকালে খবরটা দেখেই চুপ হয়ে যায়। আমরা কোথায় যাচ্ছি এবং কোথায় থাকি !!
তীব্র ঘৃণা জানাই !!!!!!!!!!!
২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭
রিফাত ২০১০ বলেছেন: যে দেশের প্রধানমন্ত্রী বলেন কারো বেড পাহারা দেওয়া সরকারের দায়িত্ব নয় , যে দেশের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যেই সাগর রুনি হত্যার বিচার করার আশ্বাস দিয়ে দেশের জনগণের সাথে প্রতারণা করে ১১১৩ দিনেও খুনিদের গ্রেপ্তার না করে খুনিদের বাঁচানোর জন্য আবার সরকারী মন্ত্রী সাগর রুনির চরিত্রের দিকে নোংরা ইঙ্গিত করে , সে দেশে বই মেলার মতো একটা জায়গায় এভাবে হত্যাকাণ্ড সংগঠিত হওয়াই স্বাভাবিক।
শত শত পুলিশ র্যাব থাকার পরও কিভাবে এমন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটাও কিন্তু ভেবে দেখতে।
দেশের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে পুলিশি চেক । এরকম অবস্থায় বই মেলার মতো একটি ক্রাউড জায়গায় হত্যাকাণ্ড কিভাবে সম্ভব !! ভেবে দেখতে হবে।
আমরা একটি সুস্থ সরকার ব্যবস্থা চাই। জনগণের জানমালের নিরপত্যা চাই।
২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬
রিফাত ২০১০ বলেছেন: আমেরিকা ইউরুপের ওজাতিসঙ্ঘের কাছে বাংলাদেশে জঙ্গী আছে এটা প্রমান করার জন্য এই হত্যাকান্ডের সাথে সরকার নিজেই জড়িত কিনা ভেবে দেখতে। এরকম কড়া নিরাপত্যার মাঝে কিভাবে এভাবে নির্মম হামলা হয় !!
মনে প্রশ্ন থেকে যায় বৈ কি !!
২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
মহান অতন্দ্র বলেছেন:
৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাকরুদ্ধ!!!
ধিক্কার জানাই এসব খুনি নরপশুদের।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: উফ্ আমরা কোথায় চলেছি?