![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগরীর সুবিদবাজার এলাকায় সন্ত্রাসী হামলায় গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাশ নিহত। আজ মঙ্গলবার সকাল ৯ টার সময় তার কর্মস্থলে যাওয়ার পথে সুবিদবাজার এলাকায় সন্ত্রসী হামলার শিকার হন। পরে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকের কলেজে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট বিমানবন্দর থানার ওসি গওসুল হোসেন জানান, অনন্ত বিজয় দাশ সকাল ৮:৩০ এর দিকে সুবিদবাজারের বনকলাপাড়া এলাকার নুরানী আবাসিক এলাকার ১৩/১২ বাসা থেকে থেকে বেরিয়ে রিকশায় করে কর্মস্থল পূবালী ব্যাংকে আসার সময় হামলার মুখে পড়েন। তিনি দস্তিদার দিঘীর পাড় এলাকায় আসামাত্র কয়েকজন সসস্ত্র সন্ত্রাসী তাকে এলোপাখাড়ী কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতালে নেওয়ার পথে দিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীদের মতে, চার অস্ত্রধারী তাকে কুপিয়ে আহত করে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
৩০ বছর বয়সী অনন্ত বিজয় ছিলেন সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক। অভিজিতের ব্লগ মুক্তমনায় লেখার পাশাপাশি বিভিন্ন ব্লগে তিনি সাম্প্রদায়িকতাবিরোধী ও যুক্তিনির্ভর লেখালেখি করতেন। এছাড়া সিলেট থেকে প্রকাশিত বিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘যুক্তি’ সম্পাদনা করতেন তিনি।
২| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:৫২
বিদগ্ধ বলেছেন: এরা মরেই যাবে। কেউ কিছু বলবে না, করবেও না। রাষ্ট্র থাকবে নিশ্চুপ নিরপেক্ষ।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ দুপুর ১২:০৮
লাবিব ইত্তিহাদুল বলেছেন: সেই একই কাহিনী। থাবা বাবা, অভিজিত এবার অনন্ত। গত দিনের ঘটনার সাথে আজকের ঘটনার কোন যোগসূত্র নেই তো?
কি হয়? বিচার হয়? কিছুদিন মিডিয়ায় হাওকাও, তারপর সব ভুলে যাই আমরা।
আজ ও তাকে মারচ্ছে, কাল সে ওকে মারবে, আজব দেশ আমাদের।