![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৃতি প্রেমিক। পছন্দ করি নতুনকে খুঁজতে এবং পুরাতনকে নতুনভাবে আবিষ্কার করতে। পছন্দ করি বস্তুনিষ্ঠভাবে মানুষকে দেখতে এবং ব্যক্তিনিষ্ঠভাবে বাকি প্রকৃতিকে দেখতে।
খুব সুন্দর একটা গ্রামে ঘুরে বেড়াচ্ছি। কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেছে তাই রাস্তা হালকা ভেজা, গাছপালাগুলোও অনেক সবুজ। প্রকৃতিও কিছুটা শীতল। গাঢ় সবুজ রঙের গাছপালার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে পৌঁছলাম। ঢুকতেই দেখি বাড়ীর উঠানের দেয়ালের উপর অনেক বড় আকৃতির গাঢ় নীল রঙের একটা মোরগ তার বিশাল লেজ ঝুলিয়ে বসে আছে। এত সুন্দর নীল রঙের মোরগ দেখে আমি বাড়ির মানুষদের কাছে ছবি তোলার অনুমতি চাইলাম। খুশি হয়ে তারা আমাকে অনুমতি দিলেন। আমি আমার ব্যাকপ্যাকের পিছনে হাত দিয়ে দেখি মোবাইল ফোনটা ভুলে রেখে এসেছি। খুব মন খারাপ হল। আমি তাদেরকে বললাম, “আমি ভুল করে ফোনটা রেখে এসেছি, ফোনটা নিয়ে আসি, যদি আপনাদের বাসাটা খুঁজে পাই, তাহলে মোরগটার ছবি তুলে নিয়ে যাব।” তারা সম্মতি দিলেন। এরপর আমি বের হয়ে ফোনের উদ্দেশ্যে হালকা ভেজা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আমার স্বপ্নের এখানেই সমাপ্তি হল। ফোনটা নিয়ে এসে কি এই বাড়িটা খুঁজে পেলাম? নীল রঙের ওই মোরগটা কি তখনো ওখানে বসে ছিল? – জানা হল না। - একটি অসমাপ্ত স্বপ্ন।
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫০
ভেনাস বলেছেন: স্বপ্নে দেখা রূপকথার মোরগ!
২| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:১০
বিজন রয় বলেছেন: আপনার স্বপ্নগুলো আপনার মনকে সুন্দর আবেশে ভরিয়ে তুলুক।
+++++
১৫ ই জুন, ২০২০ দুপুর ১:০০
ভেনাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৩| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: স্বপ্ন আসুক সত্যি হয়ে।
১৫ ই জুন, ২০২০ দুপুর ১:০১
ভেনাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
দেশী, নাকি ফার্মের মোরগ?