![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৃতি প্রেমিক। পছন্দ করি নতুনকে খুঁজতে এবং পুরাতনকে নতুনভাবে আবিষ্কার করতে। পছন্দ করি বস্তুনিষ্ঠভাবে মানুষকে দেখতে এবং ব্যক্তিনিষ্ঠভাবে বাকি প্রকৃতিকে দেখতে।
একসময় ‘ঝুম’ গানটি অনেক শোনা হত। আর্মি স্টেডিয়ামে কনসার্টে মিনার এই গানটি শুরু করার সাথে সাথে আকাশে আতশবাজির বর্ণিল ছটা আর নিজের অজান্তে দেয়া আনন্দঘন চিৎকার আমার খুব পছন্দের মুহূর্তগুলোর একটি। দুদিন ধরে চায়ের কাপে চুমুক দিয়ে সৃষ্টিকর্তার দুটি অপরূপ সৃষ্টি ~ বৃষ্টি আর সবুজ গাছপালা উপভোগ করার সময় গানটির কথা আর কনসার্টের সেই অনুভূতির কথা খুব মনে পড়ছে। কিছু সুন্দর স্মৃতির কারণেই মনে হয় মানুষ অনেক ঝড়-ঝঞ্ঝার মাঝেও জীবনে সুস্থভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা পায়।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫০
ভেনাস বলেছেন: ঠিক বলেছেন, বৃষ্টিপ্রেমিকেরা যার যার নিজের মত করে বৃষ্টিকে উপভোগ করে। সৃষ্টিকর্তার সৃষ্টিকে উপভোগ করার ক্ষেত্রে ধনী-গরিব বলে কিছু নেই। বর্তমান যুগে শুধু স্ত্রীলোকেরা নয়, পুরুষরাও বৃষ্টির দিনে নিজ বাড়িতে বা শ্বশুড়বাড়িতে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, গরুর মাংসের ভুনা রান্না করে থাকেন। সবাই মিলে একসাথে আনন্দ করে খেয়ে থাকেন।
২| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৩
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: আমার অবশ্য বৃষ্টির দিনে কনসার্টের কথা মাথায় আসে না। বাসায় কোন প্লে লিস্ট চললে বেশি ভালো লাগে।
ভালো লাগলো বৃষ্টির পোস্ট পড়ে।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩
ভেনাস বলেছেন: বৃষ্টির সময় প্লে লিস্ট চলাটাও আমার পছন্দের। ধন্যবাদ আপনাকে।
৩| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট পড়ে ভালো লাগলো
২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:০৮
ভেনাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: বৃষ্টি এলে মানুষ বদলে যায়। অতি দরিদ্র রিকশাওয়ালাও বৃষ্টির খুশিতে এক কাপ চা সাথে একটা বেনসন ধরায়।
স্ত্রী লোকেরা বাসায় খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর গরুর মাংস ভূণা করেন।