নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহর মানেই গ্রামের গল্প

শিখাইয়া পিরিতি, করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখি কি করি কি করি উপায়!

গ্রামের মানুষ

বন্ধু তুই যে আমার ভাদ্র মাসের পূর্ণিমারই চাদ! যতই তরে ভালবাসি মেটে না মেটে না সাধ।

গ্রামের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বলার কিছু নাই, কারন ছবিই কথা বলে

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:২০





ছবিটা দেখে বলেন তো এখানে দুইজনের কারও হাসিটা কি কৃত্রিম মনে হয়????







বয়োজেষ্ঠ্যকে সম্মান জানিয়ে কতটুকু সম্মানহানী হলো খন্দকার দোলোয়ার হোসেনের???







এই ছবিটি কয়টি ভোট কমালো আওয়ামী লীগ কিংবা বিএনপির?







এই ছবিগুলোকে আজ মনে হয় রূপকথা!!!







সব শেষে একটি এক্সক্লুসিভঃ







জনক ও ঘোষক। একজন জিয়া যে পরিমান সম্মান করতেন জাতির জনককে, তা অনেক আওয়ামী লীগ বা বিএনপির অনেক কর্মীই জানেন না।



রাজনৈতিক মতপার্থক্য তো থাকবেই। একজন নিরপেক্ষ বাংলাদেশী হিসেবে এই ছবিগুলো কতটুকু আবেগআপ্লুত করে আমাদের??



আমরা বাংলাদেশের সাধারণ জনগণ কি এর বেশী কিছু চাই রাজনীতিবীদদের কাছ থেকে

মন্তব্য ৬২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৬

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন দুটি ছবি,

শেয়ার করার জন্য ধন্যবাদ

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৮

গ্রামের মানুষ বলেছেন: আমরা ঐক্যবদ্ধ থাকলে এশিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী ও উন্নত জাতি হতাম আমরা। আমরা এমন এক জাতি যাদের আছে ৫২ আছে ৭১..

আপনাকেও ধন্যবাদ কাজী মামুন হোসেন!

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩০

ডি মুন বলেছেন: ঠিক বলেছেন :) :) :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪১

গ্রামের মানুষ বলেছেন: বিভক্তিই আমাদের স্বাধীনতার সুফল থেকে ৪২ বছর পিছিয়ে রেখেছে। দূর্নীতি, চুরি-চামারি কোন দেশে না হয়, স্বজনপ্রীতি বিশ্বের উন্নত কোন দেশে নাই? কিন্তু আমরা শুধুমাত্র ভ্রাতিঘাতি সংঘর্ষের কারণে আজ এই দূরাবস্থার মধ্যে নিপতিত।

৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আমরা এভাবেই, েছবিতে যেরকম দেখাচ্ছে, সেরকম ভাবে িমিলে মিশে থাকতে চাই আজীবন । কোন হানাহানি নয়, মুখ কালা কালি নয় । ছবি গুলো সুন্দর । বাস্তবে তাই হোক । আর যদি হয় তাহলে আমি ১০০০কেজি মিস্টি খাওয়াবো ।

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৫

গ্রামের মানুষ বলেছেন:
সেক্ষেত্রে আমরা ১৬ কোটি মানুষ সে মিষ্টি ভাগাভাগি করে খেতাম!!!

৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৩

অণুষ বলেছেন:

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৭

গ্রামের মানুষ বলেছেন:
হানাহানি ছাড়া সম্প্রীতির দেশ চাই। রাজনীতিবীদদের মধ্যে সুসম্পর্ক চাই....

৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৫

একজন নিশাচর বলেছেন: কালের সাক্ষী হয়ে থাকবে ছবি গুলো।

ইশ! আবার যদি এমন হত!

+++

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৭

গ্রামের মানুষ বলেছেন:
যেন স্বপ্নে দেখা ছবি

৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৭

বাংলার হাসান বলেছেন: একজন নিশাচর বলেছেন: কালের সাক্ষী হয়ে থাকবে ছবি গুলো।

ইশ! আবার যদি এমন হত!

+++

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

গ্রামের মানুষ বলেছেন:
তাহলে আমরা সোনার বাংলাদেশ পেতাম.. নতুন বাংলাদেশ!!

৭| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০০

গেস্টাপো বলেছেন: হা ঐক্যবদ্ধ :)
দেখেন না আম্লিগ ছাড়া সবাই স্বাধীনতা বিরোধী,জামাত,শিবির,রাজাকার

এইখানে হয় আপ্নে আম্লিগ মানে স্বাধীনতার পক্ষে
নয়লে জামাত শিবির রাজাকার আপ্নে X(( X((

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৯

গ্রামের মানুষ বলেছেন:
আমাদের বর্তমান সংকটের কারনের মুলোৎপাটন চাই

৮| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০২

আর কতো বলেছেন: ভাই, আমার মনেহয় না আপনার এই পোষ্টের মর্মও এখনকার রাজনৈতিকদের কেউ বুঝবে। যারা বুঝতো তাদের বেশিভাগই ডাইরেক্ট উপরে উইঠা গেছে আর যারা আছে তারা নিশ্চিত বোবা কালা হইয়া গেছে।

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২০

গ্রামের মানুষ বলেছেন:
আল্লাহ ওনাদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা করুন... আমিন

৯| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৯

বাঘা তেঁতুল বলেছেন: লেখক বলেছেন: আমরা ঐক্যবদ্ধ থাকলে এশিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী ও উন্নত জাতি হতাম আমরা। আমরা এমন এক জাতি যাদের আছে ৫২ আছে ৭১.

++++

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২১

গ্রামের মানুষ বলেছেন:
বিশ্বের আর কোনো জাতির এমন সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস নাই

বিশ্বের আর কোনো জাতির এমন সমৃদ্ধ রাজনৈতিক অর্জন নাই

শুধু আমাদেরই আছে।

১০| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৭

বাদল১৩১০ বলেছেন: কারো কাছে কি ছবির এইসব নেতাদের ই-মেইল আইডি আছে,থাকলে ছবিগুলা ওদের দেখাইতাম, বলতাম দেখেন, "আর কামড়া -কামড়ি কইরেন না, বাংলা সিনামার শেষ দৃশ্যের মত সবাই এক হয়ে যান,
ভোগে সুখ নাই রে পাগলা,ত্যাগেই প্রকিত সুখ।।"

অনুমতি দিলে আপাতত FB এ করতাম চাই ..

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

গ্রামের মানুষ বলেছেন:
ধন্যবাদ বাদল ভাই, অবশ্যই শেয়ার করতে পারেন। আমার মতে এই ছবিগুলো জাতীয় সম্পদ!!

১১| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫৪

চেনা মুখ বলেছেন: অসাধারন

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

গ্রামের মানুষ বলেছেন:
ধন্যবাদ! সবগুলো ছবি অনেক খুজেঁ ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে!

১২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: গেস্টাপো বলেছেন: হা ঐক্যবদ্ধ :)
দেখেন না আম্লিগ ছাড়া সবাই স্বাধীনতা বিরোধী,জামাত,শিবির,রাজাকার

এইখানে হয় আপ্নে আম্লিগ মানে স্বাধীনতার পক্ষে
নয়লে জামাত শিবির রাজাকার আপ্নে

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

গ্রামের মানুষ বলেছেন:
ভাই বর্তমানের বিভক্তির রাজনীতি আমাদের অনগ্রসরতার মূল কারণ। নিজেদের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিৎ।

এই পৃথিবীর সবাই ই নিজের ভাল বোঝে, এবং তা আদায় করে ছাড়ে--- শুধু আমরা ছাড়া। আমাদের ইগো বেশী এবং অন্যকে সম্মান করার প্রবণতা কম। দেশের টপ টু বটম এই ই অবস্থা।

১৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: ছবিগুলো আমাদের ভাবতে শেখায়, সব ভুলে গিয়ে দুই দল দেশের প্রস্নে একমত হবে। একে অন্নকে সাহায্য করবে, কিন্তু ভাবনা গুলো ভাবনাই রয়ে যায়।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

গ্রামের মানুষ বলেছেন:
আমাদের ভাবনাগুলো ভাবনাই থেকে যায় নাজিম ভাই!!

১৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬

জননেতা বলেছেন: এই ধরনের দিনের অপেক্ষায় আছি

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

গ্রামের মানুষ বলেছেন:
আমরা ১৬ কোটি মানুষ অপেক্ষায় আছি। শুধু নেতারা বুঝলেই হয় আমাদের এই চাওয়া।

১৫| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট আসলে এমনটি হওয়া উচিৎ.........অথচ রাজনীতিবিদেরা এখন বিভেদ ছড়িয়ে দেয়

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

গ্রামের মানুষ বলেছেন:
বিভেদ না ছড়িয়ে অন্য অনেক ইতিবাচক উপায়ে প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে নির্বাচনী বৈতরনী পার হওয়া যায়। গনতন্ত্রে প্রতিযোগিতা থাকবেই-- কিন্তু তা হতে হবে দেশের সেবা করার সুযোগ পাওয়ার প্রতিযোগিতা।

বিভেদ নিজের পায়ে নিজে কুড়াল মারার চেয়ে ভাল কিছু নয়।

ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই!

১৬| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

ইলুসন বলেছেন: হানাহানির রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। চাই সব দল মিলে দেশের জন্য কাজ করুক। রাজনীতি যেন এমন পর্যায় থেকে বেরিয়ে আসতে পারে যাতে মেধাবী ছেলেমেয়েগুলো রাজনীতি করতে উৎসাহবোধ করে। তাহলে দেশের উন্নতি সম্ভব হবে।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

গ্রামের মানুষ বলেছেন:
দেশের সবচেয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদেরই নেতা হওয়া উচিৎ কিন্তু আমাদের দেশে এরা হয় নওকর! আর অমেধাবীরা হয় নেতা।

দেশের রাজনীতির প্রচলিত রীতিতে পরিবর্তন আনার জন্য সকলকে কাজ করা দরকার, দলবাজী পরিহার করে শিক্ষক-বুদ্ধিজীবী এবং মিডিয়াদের এই বিষয়ে কাজ করা উচিৎ।

না হলে একদিন ইতিহাসের কাছে দায়ী হয়ে থাকতে হবে যেমন দায়ী হয়ে আছে মীর জাফররা

১৭| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৯

কালোপরী বলেছেন: ++++++++++

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

গ্রামের মানুষ বলেছেন:
ধন্যবাদ কালোপরী!

১৮| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯

চলতি নিয়ম বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম......

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

গ্রামের মানুষ বলেছেন:
এখনো কাটাইতে চাই। ভবিষ্যতে আরও সুন্দর দিন দেখতে চাই। এই জন্যই তো দেশে মুক্তিযুদ্ধের জন্য জনতা ঝাপিয়ে পড়েছিল!!!

১৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

ইউসুফ আলী রিংকূ বলেছেন: আমরা ঐক্যবদ্ধ থাকলে এশিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী

ও উন্নত জাতি হতাম আমরা।


১০০০০০%

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

গ্রামের মানুষ বলেছেন:
এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ জাপানের তুলনায় আমাদের প্রাকৃতিক সম্পদ অনেক বেশী, জমির উর্বরতা অতুলনীয়, জন সংখ্যা অনেক উচ্চ (পরিকল্পনা নিলে যেকোন এদের জন শক্তিতে রূপান্তরিত করা যায়)।

বাংলাদেশের লোকজন প্রাকৃতিকভাবেই অনেক মেধাবী। জাপান বাদ দিলেও মালয়শিয়া, সিঙ্গাপুর পারলে আমরা তো আরও আগে পারতে পারতাম!

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এটা সম্ভব।

২০| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

গ্রামের মানুষ বলেছেন:
বিকেল পেরিয়ে এখন রাত চলছে। আমরা একটা সুন্দর ভোরের প্রতিক্ষায় রয়েছি।

২১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

এস এইচ খান বলেছেন: অসাধারণ সব ছবি! মন ছুঁয়ে যাওয়া একটি পোস্ট ভাই।

তার পরেও বলব, মহামান্য প্রেসিডেন্টের মৃত্যুতে বিরোধী দলীয় নেত্রী তাঁর সফর বাতিল করেছেন, দলীয় ভাবে ৩ দিনের শোক ঘোষণা করেছেন, মরদেহের কাছে গিয়ে যথাযথ সম্মান দেখিয়েছেন কিন্ত একই সময়ে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম বিরোধী দলের ১৫১ জন নেতাকর্মীকে ডান্ডাবেড়ী পরিয়ে কোর্টে হাজির করা হয়েছে এবং আদালত ৮ দিনের রিমান্ড মন্জুর করছেন!!!

যা বলতে চেয়েছি তা হল, এ সব অসাধারণ ছবি আমাদের কিছুক্ষণ মোহাবিষ্ট করে রাখলেও দীর্ঘ মেয়াদে নয় সেটি সবার বোঝা উচিৎ।

পোস্টে +

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

গ্রামের মানুষ বলেছেন:
এস এইচ খান ভাই, বর্তমানে তো এটা চলছেই। কিন্তু আমরা চাই একটা দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন।

পাই আর না পাই, যৌক্তিক চাওয়া চাইতে তো আর বাধা নাই! হতাশ না হয়ে বরং এই চাওয়াগুলো বারবার তুলে ধরতে হবে, চাওয়াগুলো প্রচন্ড করতে হবে - তাতে যদি কিছু কাজ হয়ে, বোধোদয় হয় রাজনৈতিক দলগুলোর

না হলে না চাইতে চাইতে হারিয়েই যাবে ইস্যুগুলো - আপনার আমার , দেশের ১৬ কোটি মানুষের ঐকান্তিক চাওয়াগুলো।

২২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

জীবনকেসি বলেছেন: যারা গত হয়েছেন তারা শান্তিতে আছেন। বর্তমান দেশের অবস্থা দেখলে তারা অনেক কষ্ট পেতেন।

++++++++++++++্

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

গ্রামের মানুষ বলেছেন:
বাপ মরে গেলে তার ঋণ শোধ করতে হয় সন্তানদের।

যারা গত হয়েছের সেই জাতীয় পূর্বপুরুষদের ঋণ শোধ করতে হবে আমাদেরই!

২৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: পোস্টে প্লাস।

ভালো লাগলো

সময় পেলে যাইয়েন

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

গ্রামের মানুষ বলেছেন:
ধন্যবাদ আজিজ রিয়াদ ভাই!

২৪| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

সাইফ সানি বলেছেন: হানাহানি ছাড়া সম্প্রীতির দেশ চাই। রাজনীতিবীদদের মধ্যে সুসম্পর্ক চাই....

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

গ্রামের মানুষ বলেছেন:
চাই, চাই এবং চাই!!!

২৫| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

এই আমি সেই আমি বলেছেন: আগেকি সুন্দর দিন কাটাইতাম , আগেকি সুন্দর দিন কাটাইতাম।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

গ্রামের মানুষ বলেছেন:
এখনো কাটাতে চাই সেই রকম দিন, ভবিষ্যতেও চাই!!!

২৬| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০

গনতন্ত্র চাই বলেছেন: অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

গ্রামের মানুষ বলেছেন:
ধন্যবাদ ভাই! আপনার নিক নেমই তো আপনার সচেতনতা আর গণতন্ত্র প্রেমের চিহ্ন বহন করে চলেছে গনতন্ত্র চাই ভাই!!!

২৭| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

রুদ্র মানব বলেছেন: কালের সাক্ষী হয়ে থাকবে ছবিগুলো।
সুন্দর পোস্ট ++++ :)

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

গ্রামের মানুষ বলেছেন:
ধন্যবাদ রুদ্র মানব! আমরা ১৬ কোটি জনগণ চাই আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে দেশের স্বার্থে একটা গোপন ঐক্যমত থাকবে। ক্ষমতায় যে ই থাকুক না কেন - দেশের স্বার্থে সবাইকে হতে হবে একজোট।

২৮| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

শিপু ভাই বলেছেন:
হানিফ আর ফখরুল ইসলামের ফটুটা বেশি ভাল্লাগছে!!!

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

গ্রামের মানুষ বলেছেন:
আওয়ামী লীগ আর বিএন পির যে অমিত শক্তি সে শক্তি যদি নিজেদের বিরুদ্ধে শক্তি ক্ষয়ে ব্যয় না করে দেশের উন্নয়নের জন্য একযোগে ব্যায় করতো তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তনে ৬ মাসের বেশী সময় লাগতো না।

২৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

শিপু ভাই বলেছেন:
কিন্তু এরাতো দেশের ভবিষ্যতের চেয়ে নিজেদের ভবিষ্যত নিয়ে অধিক চিন্তিত!!!



কিন্তু বোঝেনা-

"এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে
হায় আল্লাহ হায় আল্লাহ হে!!!"

দুঃখে গান আইয়া পড়লো!!! :P

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

গ্রামের মানুষ বলেছেন:
ওরে শিপু ভাই, তাও তো ভাল দুঃখে গান আইলো.... কিন্তু আম- পাবলিক কিন্তু এই দুঃখে পইরা সমানে অচলিল গালিগালাজ করে যেটা রাজনীতিবীদদের সম্মানের সাথে মোটেও যায় না!

এখন রাজনীতিবীদদেরই উচিৎ নিজেদের সম্মান করার মত কাজ শুরু করা। আমরা কিন্তু তাদের সম্মানই করতে চাই, সবসময়!!!

৩০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

ভুল উচ্ছাস বলেছেন: আশা করি এই ব্লগ থেকেই আবার সুস্থ ধারার চিন্তা ভাবনা শুরু হবে।

জয় সামু
জয় বাংলা
বাংলাদেশ জিন্দাবাদ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০

গ্রামের মানুষ বলেছেন:
রাজনীতি কিন্তু সাধারণ পাবলিকদের খাওয়াও না পরায়ও না, সেটা করে দেশ। আমাদের সাধারন মানুষদের সচেতন হওয়া দরকার, প্রচন্ড চাপ সৃষ্টি করা দরকার তাদের ঐক্যমত্যের জন্য।

আর গণতান্ত্রিক দেশে এই জন্য এক ও একমাত্র অস্ত্র হচ্ছে নির্বাচন!

৩১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১

ফাহীম দেওয়ান বলেছেন: এখনকার রাজনৈতিক নেতাদের উপরে দিয়া ফাটাফাটি যাই দেখি, তলে তলে নিজেরা ঠিকি নিজেদের মধ্যে সব ঠিক রাখে। আর ভোদাই পাব্লিক চেচাইয়া গলা ফাটায়, রাস্তায় নাইমা পরান দেয়, নিজেরা নিজেদের শত্রু হয়।

সবই বুঝি ঠিক আছে, তারপরেও একটু পরেই আবার কিছু আবালীয় রাজনৈতিক পোষ্ট দেইখা মাথা গরম হয়ে যাবে......to be continue

যাই হোক, সবাই এক সাথে মিলে মিশে দেশ চালাক, শুধু ছাগুরা (জামাত-শিবির) নিপাত যাক এই দেশ থেকে, দেখবেন সব ঠিক হইয়া গেছে।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭

গ্রামের মানুষ বলেছেন:
রাজনৈতিক দ্বন্দটা যদি হতো শুধুমাত্র দেশের স্বার্থে আহ্ সে যন্ত্রণা হতো সুখের যন্ত্রনা। আমরা পাবলিকরা প্রাণ ভরে সেই যন্ত্রনা মাথা পেতে নিতাম।

কিন্তু এখন যা হচ্ছে তা শুধু মাত্র একদল অন্য দলকে পরাভূত করে ক্ষমতা দখলের লড়াই.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.