নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযোদ্ধার ছেলে। তাই দেশ, দেশের ইতিহাস, দেশের মানুষ লইয়া অনেক গর্ব। তাই রাজাকার আর তাদের ছানাপোনা, ছাগু, হানাদার দেখলে পায়ের জুতা হাতে চলে আসবে যখন তখন। তাই বুইঝা....ঠিক আছে!

ভ্রান্ত বিলাস

গান্জ্যাখুরি বিষয় নিয়া তর্ক করার আগে বলে দিলে গাজা খেয়ে এসে গল্প করবো।যুক্তি হইল দুনিয়া চলে physics chemistry mathematics দিয়া। যদি এই যুক্তি না চলে তাহলে একটু বস আমি গাজা খেয়ে আসি খোলা বাতাসে।

ভ্রান্ত বিলাস › বিস্তারিত পোস্টঃ

আমরা কি শোকাহত না!

০৩ রা জুলাই, ২০১৬ ভোর ৪:৫৬

সামুর কি একখানা কালো স্টিকার ঝুলাইতে খুব কষ্ট হইতো। এতোগুলা বিদেশী মরল, স্বদেশী মরল, নিরাপত্তা বাহিনী জীবন বাজী রাখল। জাতি হিসাবে বাংলাদেশের বল্গার হিসাবে কি আমাগো একখানা পোস্ট পয়দা করতে কষ্ট হইতাছে খুব। আমাগো দেশের লাখ লাখ মানুষ পৃথিবীর নানা জায়গায় নানা কারোনে আছে, থাকে। আরেক দেশে এমন কিছু হইলে আমাগো দেশের মানুষের সাথে আমরা কি সান্তনা পাইতাম না সহমর্মিতায়। আমি পারলে পোষ্ট দিতাম কাউরে না কইয়া। মাগার বানান ভুল লইয়া বিশাল ফেকড়া। অতিথী হইয়া অাইসা খুন হইয়া মইরা ফেরোত গেলো নিজের দেশে। সবাইকে তাই রমজানের...। শোক না শুভেচ্ছা হেইডা যে যার মতো বুজলেই হইলো!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৮:২৬

কালনী নদী বলেছেন: আপনি ঠিক কি বোঝাতে চেয়েছেন?

০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৬

ভ্রান্ত বিলাস বলেছেন: না বুঝার মতো কিছু বলি নাই। তারপরও না বুঝলে আমার ব্যার্থতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.