নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

অসহায় কেঁচো ও আমরা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

আমার খুব মনে পড়ছে ছোট বেলার কিছু স্মৃতি, কিছু ঘটনা। আপনি একটু মনোযোগ দিয়ে পড়ুন, হয়তো আমার সাথে আপনিও মিলে যাবেন। ঠিক বর্ষার শুরুতে ক্ষেতগুলোতে পায়ের পাতা সমান পানি। তো আমরা ঐ পানিতে নেমে মনের আনন্দে দৌড়ঝাঁপ, লাফালাফি করতাম। কিন্তু মাঝে মাঝেই আমার আনন্দ নষ্ট হয়ে যেত একটি দৃশ্য দেখে। ক্ষেতের আইল বরাবর বা এরকম উঁচু ঢিবিতে, শুকনো জায়গায়, অসংখ্য কেঁচো কিল্বিল্ করছে। এ ওকে ডিঙ্গিয়ে, ঘাড় মাড়িয়ে সবার উপরে উঠার চেষ্টা করছে। চারদিকে পানি তার মাঝে একটু শুকনো জায়গা আর অসংখ্য কেঁচো বাঁচতে চাচ্ছে। কেউ কাউকে বাঁচাতে চাচ্ছেনা। কিন্তু এভাবে কি বাঁচা যাবে? পানি যখন আর একটু বাড়বে যখন ওই উঁচু ঢিবিটা সম্পূর্ণ ভাবে নিমজ্জিত হবে তখন কি হবে? কেউ কি বাঁচবে?
ওরাতো কেচো, ওরা অসভ্য, ওরা পশু, কীট-পতঙ্গ, ওদের বুদ্ধি-বৃত্তিক লেভেলতো অনেক নিচে। ওরা সবাই মিলে পানিতে বাধ দিতে পারবে না। সবাই এক সাথে বাঁচতে পারবেনা। কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কি পারিনা সবাই মিলে ন্যূনতম মানসম্মত উপায়ে বাঁচতে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.