নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

একজন নেতার বুলি

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯


আমি তোমাদের নেতা।আমি তোমাদের সেবা করতে চাই। আজীবন তোমাদের সেবা করতে চাই। তোমরা চাও অথবা না চাও, আমি তোমাদের সেবা করতে চাই। তোমরা আমার সেবা গ্রহণ না করলেও আমি তোমাদের সেবা করব। তোমরা আমার সেবা নিতে বাধ্য। কারণ তোমরা বাংলাদেশের বাস করছ । আর এই দেশ, আমার অতি প্রিয় দেশ। আমার নেতার দেশ। আমার দলের দেশ। আমি এই দেশের সেবক। আমি আমার সেবার বিনিময় তোমাদেরকে জিম্মি করব। আমার সেবার বিনিময় এই দেশকে চেটে-পুঁটে খাব। এই সুজলা সুফলা দেশের বায়ু দুষিত করব।এই উর্বর জমি নিষ্ফলা করব। এই দেশের নদী দখল করে অট্টালিকা নির্মাণ করব। এই দেশকে জঘন্য করব। তোমাদের কে দরিদ্র করে রাখব। আমার সেবার রাহু গ্রাস থেকে তোমাদের মুক্তি নাই। আমার সেবার মায়া জালে তোমরা বন্দি। তোমরা অসহায়। তোমাদের করুন হাহাকার দেখে আমি হাসি আর ভাবি “তোমারা কেন এত বোকা?” তোমারা কেন এত সহজ?
মাঝে মাঝে আমি যে অনুশোচনা করি না তা নয়। কিন্তু করে লাভ নাই। কারণ আমিও তোমাদের মতো বন্দি। আমি বন্দি আমার লোভাতুর মনের কাছে। আমি বন্দি আমার অসৎ চরিত্রের কাছে। আমার মোহর কাছে। আমিও তোমাদের মতো মুক্তি চাই, আমি সুস্থ হতে চাই। কিন্তু আমি অক্ষম।

তোমারা আমাকে ক্ষমা কর!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.