নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

আমরা শহর গড়ি

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২


ওরা দাঁড়িয়ে আসে বিমর্ষভাবে
উষ্কখুষ্ক চুলে দেউ তুলে
বিলাপ করে কাঁদছে।
ওদের সজীবতা হারিয়েছে,
ওরা এখন শুষ্ক, খসখসে, জীর্ণ-বিদীর্ণ।

ওরা কাঁদছে একাগ্র তালে,
আর্তনাদের করুন সুর বেজে যায় একতানে,
ধ্বনিত হয় বাঁচাও, বাঁচাও।
শুনতে কি পাও?

ওরা টিকে আছে যেকোনভাবে।
শরীরের রং খানি বড্ড ফ্যাকাসে,
ঠিক যেন লাশের মতো,
শুষে নেওয়া হয়েছে লাল, নীল, সব রঙ।

শরীরে জমে যাওয়া ক্লেদের প্রলেপ
গম্ভীর মুখে জানান দেয় অস্তিত্বের ক্ষয়িষ্ণুতা ।
রুক্ষ শ্রীহীন চেহারায় ভাসে মৃত্য’র ছায়া।

ওড়া করুন নয়নে অনুনয় করে বলছে,
বাঁচাও আমাদের, আমরা বাঁচতে চাই।
আমরা শুনে যাই, আমরা দেখে যাই,
আমরা হাসি, আমরা নিষ্ঠুর হই,
ধ্বংস করার উল্লাসে মেতে উঠি,
অতঃপর সাবাড় করি নির্বিচারে ।

আমরা ধ্বংস করি, আমরা গড়ি,
সারি সারি দালান উঁচু কতউঁচু
সামনে, পিছনে, ডানে, বামে সবখানে।

প্রান হরণ করে, সবুজ ধ্বংস করে,
আমরা উল্লাসে মেতে উঠি,
আমরা শহর গড়ি।
আমরা সভ্যতা গড়ি।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

সুখী পৃথিবীর পথে বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

রক্তিম দিগন্ত বলেছেন: ছন্দ মিল নেই কোন কবিতায়। ভাবে হালকা মিল। ভালই। :)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সুখী পৃথিবীর পথে বলেছেন: আপনার পরামর্শ চেষ্টা করব। ধন্যবাদ । ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.