নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

অনুভূতির বিভাজন

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২

সূর্য অস্ত গেছে একটু আগে,
আকাশে ছড়িয়ে আছে ম্রিয়মাণ আলোর ছটা,
পাখিরা উড়ছে দ্রুত বড্ড তাড়াহুড়া।
আড়ষ্টতা ভেঙ্গে উঠি উঠি করছে চাঁদ
তারারা মিট্মিট্ করছে বিরামহীন
নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি একা।

ঘাঁটে ব্যস্ততা ভেসে আসছে শব্দ,
ছলাৎ ছলাৎ পানির ঝাপটা
মানুষেরা ব্যস্ত বাড়ির পথে
অপেক্ষারত প্রিয়জন পথ দেখছে বার বার।

নিকটেই দাঁড়িয়ে আছে কদম্ব উল্লাসে মত্ত,
খেলা করছে আপন মনে ঝরঝর ঝরঝর
বাতাসে ভেসে আসছে সুবাস
ঘ্রাণ মাদকতা, নেশার ছোঁয়া।

দাঁড়িয়ে আছি নিশ্চল তাকিয়ে কোথাও
চোখে শূন্যতা মনে কষ্ট,
হতাশাগ্রস্ত হ্রদয়ে শুধুই হাহাকার।

নাই নাই আকাশে চাঁদ নাই,
কালো আর কালো ঝাপটা হয়ে আসে সব
তারারা থেমে থেমে ছড়ায় আলোর ঝলসানি,
সাইরেন ভেসে আসে কানে,
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি অনন্ত কাল।
বাতাসে পচা গন্ধ ঘিরে ধরেছে আমাকে
প্রহর গুনি মহাপ্রয়াণের,
এইতো শেষ।

অতঃপর প্রার্থনা,
ধ্বংসী আস হে বন্ধু আস,
হাত ধর আমার যে হাতে ধরেছিল প্রিয়া,
আলিঙ্গন কর প্রবল আবেগে,
শূন্য করে দাও অস্তিত্ব
ধ্বংস কর আমাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.