নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্ব

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

প্রকৃতিতে তখন ছিল বৈশাখীর ঘোর তান্ডব,
অমাবস্যার অন্ধকারে ঢাকা ছিল সব,
আমার হৃদয়ে ছিল নব ফাগুনের মৃদু উন্মাদনা,
কারণ সেইদিনই তুমি বলেছিলে,
আমি তোমাকে ভালবাসি।

কত সাবলীল ভঙ্গিমায় তুমি বলেছিলে,
আমি তন্ময় হয়ে শুনে ছিলাম।
বলেছিলাম কতটুকু ভালবাস?
যতপট উত্তর দিয়ে ছিলে,
তোমাকে না পেলে জীবন বিসর্জন দিব।

রোমাঞ্চিত হয়ে ছিলাম সেদিন।
আমার জীবনের সাথে তোমাকে সম্পৃক্ত ভেবে।

ভালবাসা, সে কি জীবন পণ করা ভালবাসা,
ভাল লেগেছিল, ভালবেসে ছিলাম।
উন্মাদ ছিলাম, তোমার নেশায় বুঁদ হয়ে,
পার্থিবতাকে বিসর্জন দিতে প্রস্তুত ছিলাম।
হৃদয়ের ভাজে ভাজে তোমার মুগ্ধতায়,
বিশ্ব সৌন্দর্যকে আড়াল করেছিলাম।

জীবন বিসর্জন দেওয়ার প্রতিজ্ঞা ছিল না।
ছিল তোমাকে পাওয়ার তীব্র বাসনা।
তুমিত ছিলেই,
হয়তো এখনও বা।

রাতের কালো আধার,
নয়তো বিশ্বাস ভঙ্গ করার মহীমায়,
চির ভাস্বর।

নতুন ভালবাসায়, নতুন বিসর্জনের প্রতিজ্ঞায়,
এখনও অবিচল।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: খুব ভাল লিখেছেন শুভেচ্ছা।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

তৌফিক মাসুদ বলেছেন: দারুন কথাগুলো, শুভকামনা রইল।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

সুখী পৃথিবীর পথে বলেছেন: বন্ধুরা সবাইকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.