নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

একটু বেঁচে থাকা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

ওরা আসছে, সারিবদ্ধ ভাবে হাঁটছে,
ভেসে যাচ্ছে অনিশ্চিত জীবনের স্রোতের টানে
নিঃশব্দ যাত্রার শোকার্ত মিছিলে
নারী-পুরুষের দলে আছে শিশু, মধ্যবয়সী মা,
আছে প্রৌঢ়া, যৌবন বয়সের অনূঢ়া।

শুষ্ক দেহ মুখেতে বিবর্ণতা,
শুষে নিয়েছে রক্ত পিশাচ আর হায়েনা,
চোখে স্বপ্ন অসীম যাত্রা
দীর্ঘ পথের ক্লান্তিতে ন্যুব্জমাথা,

বাঁচার তাগিদে দীর্ঘ গাঁথা
একটু অন্ন একটু বাঁচা, এতটুকু আশা।

হঠাৎ হানাদেয় শঙ্কা জাগে নিরাশা
কাঁপে আত্মা চোখে হতাশা
জ্বলে ওঠে আগুন শুরু হয় ঝঞ্ঝা
জীবনের লড়াইয়ে জিততে হবে পাঞ্জা

অতঃপর,
নেমে আসে বর্বরতা, ক্রুদ্ধ নেকড়ে,
রক্তের খোঁজে আসে আর হাসে
ধূর্ত শেয়াল অপেক্ষায় থাকে,
লাশের স্তূপ চোখে ভাসে

অবশেষে,
দুঃখী মানুষেরা নিঃশব্দে হাঁটে
জীবিকার খোঁজে হাঁটে
বড় ক্লান্তি সহ হাঁটে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: অবশেষে,
দুঃখী মানুষেরা নিঃশব্দে হাঁটে
জীবিকার খোঁজে হাঁটে
বড় ক্লান্তি সহ হাঁটে।
চরম সত্য একটা কথা।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

তরুক মকতো বলেছেন: সাধারণের কথাগুলো অসাধারণভাবে তুলে ধরেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.