নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

এখানে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

এখানে সূর্য ডোবে পশ্চিমে ঘড়ির কাটা ধরে
এখানে রাত হয় অন্ধকার না হলেও,
এখানে আকাশে চাঁদ ওঠেনা, তারারা জ্বলেনা
জ্বলে থাকে লাল, নীল, সবুজ কত রং।

মিটিমিটি জ্বলে আর হাসে।
কি আশ্চর্য! হাসিতে শব্দ বের হয়না।
উচ্ছ্বাস ভাসেনা।

এখানে জোনাকিরা উড়েনা,
উড়ে বেড়ায় সাদা ফেনা,
বয়ে যায় দূষিত নিঃশ্বাস মেশানো অতৃপ্ত মনের খেদ
ভেসে আসে আর্তি,
চিৎকার চাপা পড়ে হৈহুল্লোড় কোলাহলে
এবং বজ্রের জোরালো শব্দে মিশে যায় সব,
একাকার অন্ধকার আর আলো।

এ শহরে প্রাণ জাগেনা, সজীবতা জন্মেনা,
এ শহরে সুর বাজেনা, বাতাসে ঘ্রাণ ভাসেনা
এখানে ফুলেরা নিমন্ত্রণ করেনা,
ওরা আর ফুটবেই না, অভিমানও না,
হয়তো বাঁচবেই না।

আমরা এই শহরেই থাকি,
মানুষ বলেই থাকি,
এখানে ফুলের ঘ্রাণ নেইতো আছে নোংরা.....,
আছে হৃদয়ের ময়লা,
সোডিয়ামের লালচে আভার মরীচিকা,
রূপসী নারীর ছলনা,
দাঁড়িয়ে আছে একা, ডাকছে আমায়,
দোলনায় উঠবেনা?
আয়। কাছে আয়,
শুষেনে শরীর, মিটা তৃষ্ণা, হতভাগা।
দে অন্ন আমিযে ক্ষুধার্ত।

আমি এই শহরে থাকি,
বোধ নাইতো, মানুষ বলেই আছি,
লজ্জা নাই, তাইতো আছি,
আমি এই শহরেই আছি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

মহা সমন্বয় বলেছেন: ইটের পর ইট.. তার মাঝে বসবাস করে কিছু কিট :-P

কবিতাটি ভাললাগছে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লিখেছেন।
অনেক অনুভূতিই হারিয়ে ফেলেছি, হারিয়ে যাচ্ছে

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

সুখী পৃথিবীর পথে বলেছেন: ধন্যবাদ সবাইকে। সবাই সুখী হঊন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.