নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

বিবর্তন

০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

ঠিক এখানে, এখন যেখানে গত কালকে ছিল
কি বিচিত্র! মৃত, শুষ্ক, খসে যাওয়া পাতার স্তূপ,
এবং অনুভূতিতে একাগ্র ক্লান্তি।
ছিল যুক্তির জালনাগুলি আবদ্ধ করা।
এখন ছোপ ছোপে লাল ও সাদাটে ডোরায় ভেসে আসা
হাসি হাসি চাহনি, বাহ! কত সুন্দর।
ছুঁয়ে যায় মন, ছুটে যায় হাত,
আঁকড়ে ধরি
সরে গেছে বিষাদ কখন!

এখন সময় গড়িয়ে সূর্য পশ্চিমে
বসে আছি সেখানেই শুষ্ক নদীর ধারে,
তখন ঢেউ তুলত, হৃদয়ে ঢেউ ওঠাত,
ঢং মেশানো ভয়ে কেউ হাসত
দৃষ্টিতে কৌতুক, উচ্ছলতা ভাসত
আলপনা আঁকা সরু আঙুলের ডগাগুলু খেলত
ধরত হাত, উড়ে যাওয়া ওড়না, উড়ুউড়ু চুল।
প্রশান্তময় চোখের দৃষ্টির গভীরতায় গেঁথে যাওয়া মন
ভাবত, আঃ! কি সুখ ভালবাসায়।

এখন পালহীন নৌকা, মেঘহীন আকাশ
বোধহীন জীবন ও কর্কশ পরিবেশ
সব সন্ধিতে একাকার।
এখানে আকাশে ওড়ে শিকারি শকুন।

তুমি আমি এইতো জীবন
অতীত, ব্যঙ্গময় বর্তমান, ভবিষ্যৎ
বেঁচে রই আমি পরে আমরা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৮

ধূলো জমা চিঠি বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগা সাথে +++++++++ শুভ কামনা।

২| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

সুখী পৃথিবীর পথে বলেছেন: ধন্যবাদ।

৩| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭

কল্লোল পথিক বলেছেন:






সুন্দর কবিতা।

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

সুখী পৃথিবীর পথে বলেছেন: ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.