নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

ধ্বংস

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫

নষ্ট চোখ, স্বপ্নীল চাহনি, বিষাক্ত নিঃশ্বাস,
যেন ক্যক্টাসের গায়ে সুতীক্ষ্ণ কাটা
অথবা হিংস্র সাপের ভয়াল ছোবল
শুধুই ধ্বংস, সবই যেন উন্মত্ত,
ধ্বংসের নেশায়।

জীবিত অথবা মৃত, মৃতকে করবে নিঃশেষিত,
সুন্দরকে নরকে পাঠাবে ভয়ংকর যন্ত্রনায়,
এবং অগ্নি চক্ষু, অর্ধমূদ্রিত অথবা জাগ্রত
অস্থিমজ্জা চুরমার করবে
তবুও যেন বিরাম নাই, বিশ্রাম নাই,
আমৃত্য যেন এক জঘন্য খেলা,
ধ্বংসের খেলা,
গ্রাস করে সতেজ সুন্দরকে।

মায়াবী চাহনির আড়ালে কুৎসিত রক্ত দানব,
হাসতে হাসতে উগ্‌রে দেয় নীল বিষ।
ভয়ংকর নেশায় বুঁদ, করে সম্মোহন
অতঃপর লকলকে সর্প জিহ্বার খেলা।

নরকের কীট, দোজখের লেলিহান শিখা
দুম্‌ড়ে মুচ্‌ড়ে সব ভস্ম করে,
তবুও রেহাই নাই।
একের পর এক জীবন-যুবকেরা,
সব ঢলে পড়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.